menu-iconlogo
huatong
huatong
avatar

সোনা বউ শুনছো নি গো Sona Bou

Kazi Shuvohuatong
nocheater2001huatong
เนื้อเพลง
บันทึก

সোনা বৌ শুনছো নি গো

সোনা বৌ শুনছো নি

নিতে আইলে নাইওর যাইবা নি?

সোনা বৌ শুনছো নি গো

সোনা বৌ শুনছো নি

নিতে আইলে নাইওর যাইবা নি?

ও বৌ গো, বৌ...

সাড়ে তিন হাত মাটির ঘরে

বাসরটা দিবে সাজিয়ে

যে ঘরে থাকবা দিন রজনী

ও বৌ গো, বৌ...

সাড়ে তিন হাত মাটির ঘরে

বাসরটা দিবে সাজিয়ে

যে ঘরে থাকবা দিন রজনী

নাই বিছানা, নাই মশারী

সঙ্গে নাই তোর সোয়ামী

নিতে আইলে নাইওর যাইবা নি?

ও বৌ গো, বৌ...

ছেড়ে গেলে আত্মা জামাই

মাটির দেহের কিসের বড়াই

ফাঁকা দেহের বিচার করবে কে?

ও বৌ গো, বৌ...

ছেড়ে গেলে আত্মা জামাই

মাটির দেহের কিসের বড়াই

ফাঁকা দেহের বিচার করবে কে?

আত্মার সাথে তোর পিরিতি

দেওয়ানে কয়, "ও সজনী"

নিতে আইলে নাইওর যাইবা নি?

সোনা বৌ শুনছো নি গো

সোনা বৌ শুনছো নি

নিতে আইলে নাইওর যাইবা নি?

সোনা বৌ শুনছো নি গো

সোনা বৌ শুনছো নি

নিতে আইলে নাইওর যাইবা নি?

เพิ่มเติมจาก Kazi Shuvo

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ