menu-iconlogo
huatong
huatong
avatar

**দেখেছি প্রথমবার দুচোখে প্রেমের জোয়ার

melody music worldhuatong
62106185485huatong
เนื้อเพลง
บันทึก
মেয়েঃ দেখেছি প্রথম বার, দু চোখে প্রেমের জোয়ার

দেখেছি প্রথম বার, দু চোখে প্রেমের জোয়ার

কত দিন আশায় ছিলাম, তুমি যে হবে আমার

ছেলেঃ তুমি যে খুলে দিলে, বন্দ এই মনের দোয়ার

কত দিন আশায় ছিলাম, তুমি যে হবে আমার

মেয়েঃ দেখেছি প্রথম বার, দু চোখে প্রেমের জোয়ার

কত দিন আশায় ছিলাম, তুমি যে হবে আমার

মেয়েঃ স্বপনে সাজাবো, তোমায় মনে বসাবো

তুমি আমার না হলে, আমি প্রান যে হারাবো

স্বপনে সাজাবো, তোমায় মনে বসাবো

তুমি আমার না হলে, আমি প্রান যে হারাবো

ছেলেঃ তুমি মোর আকাশে, তুমি মোর বাতাসে

তুমি যে প্রথম ডেউ, আমার সাগর কিনারায়

মেয়েঃ দেখেছি প্রথম বার, দু চোখে প্রেমের জোয়ার

কত দিন আশায় ছিলাম, তুমি যে হবে আমার

তুমি তাকে না নিলে, বলো কে আছে নেবার

আছে যা আমার, দেবো তোমায় উপহার

তুমি তাকে না নিলে, বলো কে আছে নেবার

ছেলেঃ তুমি মোর আশাতে, এ বুকের ভাষাতে

তুমি যে অনুরাগ, আমার স্বাধের কবিতা

মেয়েঃ দেখেছি প্রথম বার, দু চোখে প্রেমের জোয়ার

ছেলেঃ দেখেছি প্রথম বার, দু চোখে প্রেমের জোয়ার

কত দিন আশায় ছিলাম, তুমি যে হবে আমার

মেয়েঃ তুমি যে খুলে দিলে, বন্দ এই মনের দোয়ার

কত দিন আশায় ছিলাম, তুমি যে হবে আমার

দেখেছি প্রথম বার, দু চোখে প্রেমের জোয়ার

เพิ่มเติมจาก melody music world

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ