menu-iconlogo
huatong
huatong
avatar

valobasa a buke

melody music worldhuatong
༆⑅⃝🦅𓅂𝐊𝐎𝐊𝐈𝐋𓅂༆⑅⃝🦅huatong
เนื้อเพลง
บันทึก
মেয়েঃ ভালোবাসা এ বুকে বেধেছে বাসা

পুর্ণ হয়েছে আশা

তুমি এ দুটি নয়নে চাও ফিরে চাও

তুমি না বলা কথা গুলো

নাও বুঝে নাও

,

ছেলেঃ ভালোবাসা এ বুকে বেধেছে বাসা

পুর্ণ হয়েছে আশা

তুমি এ দুটি নয়নে চাও ফিরে চাও

তুমি না বলা কথা গুলো

নাও বুঝে নাও

মেয়েঃ কতো কাল কতো যুগ

তোমারী নামে

মনে মনে গেথেছি মালা

ছেলেঃ কতো দিন কতো রাত

তোমাকে ভেবে

সাজিয়েছি প্রেমেরি ডালা

মেয়েঃ আদরে আদরে তুমি

আমারে সাজাও

বুক ভরা ভালোবাসা দাও।

তুমি এ দুটি নয়নে চাও ফিরে চাও

তুমি না বলা কথা গুলো

নাও বুঝে নাও

ছেলেঃ হো,,ওও এই মন এই ক্ষন

সুখে এই দিন

থাকে যেনো চিরদিন

মেয়েঃ রিদয়ে সাজানো ফুলেরো বাসর

ফুলে ফুলে হয়েছে রঙিন

ছেলেঃ এ ফুলে ও ফুলে যেনো

তোমাকেই পাই

তুমি যেনো আমাকেই পাও।

তুমি এ দুটি নয়নে চাও ফিরে চাও

তুমি না বলা কথা গুলো

নাও বুঝে নাও

মেয়েঃ ভালোবাসা এ বুকে বেধেছে বাসা

পুর্ণ হয়েছে আশা

তুমি এ দুটি নয়নে চাও ফিরে চাও

তুমি না বলা কথা গুলো

নাও বুঝে নাও

ছেলেঃ ভালোবাসা এ বুকে বেধেছে বাসা

পুর্ণ হয়েছে আশা

তুমি এ দুটি নয়নে চাও ফিরে চাও

তুমি না বলা কথা গুলো

নাও বুঝে নাও

เพิ่มเติมจาก melody music world

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ