ছেলেঃমন শুধু, তুই তুই করে রে।
মন শুধু, তুই তুই করে।
মন শুধু, তুই তুই করে রে।
মন শুধু, তুই তুই করে।
ডুবে থাকি নিশিদিন।
কি যে তোর ঘোরে ।
দেখে যা, বুকটা চিরে।
মেয়েঃ}মরে যাবো কোনোদিন, গেলে তুই দূরে।
পরে রবো নীল বালুচরে।
মন শুধু, তুই তুই করে রে।
মন শুধু, তুই তুই করে।
ছেলেঃ মন কাঁদে ভেতরে কি দহন জ্বালায়।
চোখ পুড়ে নিরবে.. তোরই শূন্যতায়।
মায়াতে মন বেধে হারালি কোথায়?
ফেলে আসা স্বপ্ন, আমাকে পোড়ায়।
মেয়েঃ মন শুধু, তুই তুই করে রে।
মন শুধু, তুই তুই করে।
মেয়েঃ দেখিনা দেখিনা কিছু, চোখেরই তারায়।
স্মৃতিরা শুধুই কাঁদায়।
ঘুম আসেনা চোখে মন পুড়ছে দেখেনা...।
সুখেরা আধারে মিলায়।
ছেলেঃমন শুধু, তুই তুই করে রে।
মন শুধু, তুই তুই করে।
ডুবে থাকি নিশিদিন।
কি যে তোর ঘোরে ।
দেখে যা, বুকটা চিরে।
মরে যাবো কোনোদিন, গেলে তুই দূরে।
পরে রবো নীল বালুচরে।
মেয়েঃ মন শুধু, তুই তুই করে রে।
মন শুধু, তুই তুই করে।