menu-iconlogo
logo

পলাতক সময়ের হাত ধরে /Hamid_WE

logo
Şarkı Sözleri
পলাতক সময়ের হাত ধরে

পালিয়ে গিয়েছে সেই দিনগুলো

হারিয়ে গিয়েছে সেই ক্ষণগুলো

হায় আসবে না জানি ফিরে

হাসি গানে ভরা সেই দিনগুলো।

হাসি গানে ভরা সেই দিনগুলো।

হাসি গানে ভরা সেই দিনগুলো

হাসি গানে ভরা সেই দিন গুলো

পলাতক সময়ের হাত ধরে

পালিয়ে গিয়েছে সেই দিনগুলো

হারিয়ে গিয়েছে সেই ক্ষণগুলো

হায় আসবে না জানি ফিরে

সঙ্গীরা ছিল যারা গেল কোথায়

তুমি কোথায় আর আমি কোথায়।

সঙ্গীরা ছিল যারা গেল কোথায়

তুমি কোথায় আর আমি কোথায়

জীবন কী ঢেকে গেল নিজেরই ছায়ায়

হায়

ফিরে আসবে কি না বলো সেই দিনগুলো

হাসি গানে ভরা সেই দিনগুলো।।

হাসি গানে ভরা সেই দিনগুলো

পলাতক সময়ের হাত ধরে

পালিয়ে গিয়েছে সেই দিনগুলো

হারিয়ে গিয়েছে সেই ক্ষণগুলো

হায় আসবে না জানি ফিরে

হাসি হাসি মুখগুলো যাই নি ভুলে

ছোট ছোট নামগুলো যাই নি ভুলে।

হাসি হাসি মুখগুলো যাই নি ভুলে

ছোট ছোট মুখগুলো যাই নি ভুলে

এখনও হৃদয়ে তারা ঢেউ যে তুলে

হায়

ফিরে আসবে কি না বলো সেই দিনগুলো

হাসি গানে ভরা সেই দিনগুলো।।

হাসি গানে ভরা সেই দিনগুলো

পলাতক সময়ের হাত ধরে

পালিয়ে গিয়েছে সেই দিনগুলো

হারিয়ে গিয়েছে সেই ক্ষণগুলো

হায় আসবে না জানি ফিরে

হারিয়ে গিয়েছে সেই ক্ষণগুলো

হায় আসবে না জানি ফিরে

হারিয়ে গিয়েছি সেই ক্ষণগুলো

হায় আসবে না জানি ফিরে

হারিয়ে গিয়েছে সেই ক্ষণগুলো

হায় আসবে না জানি ফিরে..

ফেরদৌস ওয়াহিদ, পলাতক সময়ের হাত ধরে /Hamid_WE - Sözleri ve Coverları