গানের কথাঃ পলাতক সময়ের হাত ধরে...
গীতিকারঃ কাওসার আহমেদ চৌধুরী
সুরকারঃ লাকী আখন্দ,
শিল্পীঃ ফেরদৌস ওয়াহিদ,
🇧🇩বাংলা সঙ্গীত একাডেমী...
--------------------
পলাতক সময়ের হাত ধরে
পালিয়ে গিয়েছে সেই দিনগুলো
হারিয়ে গিয়েছে সেই ক্ষণগুলো
হায় আসবে না জানি ফিরে
হাসি গানে ভরা সেই দিনগুলো
হাসি গানে ভরা সেই দিনগুলো
হাসি গানে ভরা সেই দিনগুলো
হাসি গানে ভরা সেই দিনগুলো
পলাতক সময়ের হাত ধরে
পালিয়ে গিয়েছে সেই দিনগুলো
হারিয়ে গিয়েছে সেই ক্ষণগুলো
হায়! আসবে না জানি ফিরে...
Music
সঙ্গীরা ছিল যারা গেল কোথায়?
তুমি কোথায় আর আমি কোথায়?
সঙ্গীরা ছিল যারা গেল কোথায়?
তুমি কোথায় আর আমি কোথায়?
জীবন কী ঢেকে গেল নিজেরই ছায়ায় হায়!
ফিরে আসবে কি না বলো সেই দিনগুলো?
হাসি গানে ভরা সেই দিনগুলো
হাসি গানে ভরা সেই দিনগুলো
পলাতক সময়ের হাত ধরে
পালিয়ে গিয়েছে সেই দিনগুলো
হারিয়ে গিয়েছে সেই ক্ষণগুলো
হায়! আসবে না জানি ফিরে...
Music
হাসি হাসি মুখগুলো যাইনি ভুলে
ছোট ছোট নামগুলো যাইনি ভুলে
হাসি হাসি মুখগুলো যাইনি ভুলে
ছোট ছোট নামগুলো যাইনি ভুলে
এখনো হৃদয়ে তারা ঢেউ যে তোলে হায়!
ফিরে আসবে কি না বলো সেই দিনগুলো?
হাসি গানে ভরা সেই দিনগুলো
হাসি গানে ভরা সেই দিনগুলো
পলাতক সময়ের হাত ধরে
পালিয়ে গিয়েছে সেই দিনগুলো
হারিয়ে গিয়েছে সেই ক্ষণগুলো
হায়! আসবে না জানি ফিরে
হারিয়ে গিয়েছে সেই ক্ষণগুলো
হায়! আসবে না জানি ফিরে
হারিয়ে গিয়েছে সেই ক্ষণগুলো
হায়! আসবে না জানি ফিরে...
Music
----------------------
খোদা হাফেজ
Uploaded by Moinul Jibon