menu-iconlogo
huatong
huatong
avatar

SHOHAGI

Akash Mahmudhuatong
p_alejandra55huatong
Şarkı Sözleri
Kayıtlar
আদর চাইলে আদর দিমু রে সোহাগী

মিউজিক খেয়াল করে গান করেন

তুমি আদর চাইলে আদর দিমু রে সোহাগী

মন দিমু না হায় রে তোমায়

হায়রে হায়

তুমি সোহাগ চাইলে সোহাগ দিমু রে সোহাগী

মন দিমু না হায় ,রে তোমায়

হায় রে হায়

রূপ সোহাগী রূপটা বোঝ ঝাঁপ মারো তার গায়

বাহির লইয়া টানাটানি অন্তরটা কে চায়

রূপ সোহাগী রূপটা বোঝরে সোহাগী

ঝাঁপ মারো তার গায়

বাহির লইয়া টানাটানিরে সোহাগী

অন্তরটা কে চায়

ও তুমি রূপ চেয়েছ রূপটাই দিমু রে সোহাগী

মন দিমু না হায় রে তোমায়

হায়রে হায়

তুমি আদর চাইলে আদর দিমু রে সোহাগী

মন দিমু না হায় রে তোমায়

হায়রে হায়

মন দিয়া কি ফল হইবে না বুঝলে মন হায়

মনের বদল মন না দিলে মন কি পাওয়া যায়

মন দিয়া কি ফল হইবেরে সোহাগী

না বুঝলে মন হায়

মনের বদল মন না দিলেরে সোহাগী

মন কি পাওয়া যায়

ও তুমি হিরা ফেলে কাচ তুলেছো রে সোহাগী

হিরা দিমু না রে তোমায়

হায় রে হায়

তুমি সোহাগ চাইলে সোহাগ দিমু রে সোহাগী

মন দিমু না হায় ,রে তোমায়

হায় রে হায়

পুরুষের মন প্রেমের খনি যে দেখিতে পায়

জাহাঙ্গীর রানা সেই কথা গানে গানে গায়

পুরুষের মন প্রেমের খনিরে সোহাগী

যে দেখিতে পায়

জাহাঙ্গীর রানা সেই কথারে সোহাগী

গানে গানে গায়

ও তুমি ঘর ছেড়েছ বাহির পাইয়া রে সোহাগী

ঘর দিমু না হায় রে তোমায়

হায় রে হায়

তুমি আদর চাইলে আদর দিমু রে সোহাগী

মন দিমু না হায় রে তোমায়

হায়রে হায়

ধন্যবাদ

Akash Mahmud'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin