menu-iconlogo
huatong
huatong
avatar

Ghum Pariye Dio .. Anila /ঘুম পাড়িয়ে দিও আমায় .. Rana

Anila/Sumonhuatong
Shahadat_Rana_E_R_Shuatong
Şarkı Sözleri
Kayıtlar
ঘুম পাড়িয়ে দিও আমায়

Singer: Anila

Arranged By Rana

**************

**************

আবার আমি উঠে দাঁড়াই

আধাঁরের মাঝে আলো ছড়াই

দেখি যেন তোমার ছায়া

ডাকছো নতুন দিনে আমায়

********************

আবার আমি উঠে দাঁড়াই

আধাঁরের মাঝে আলো ছড়াই

দেখি যেন তোমার ছায়া

ডাকছো নতুন দিনে আমায়

হয়তো হেমন্তের কোন এক সকালে

যাবে চলে তুমি আমায় ছেড়ে

ঘুম পাড়িয়ে দিও আমায়

হেমন্ত আসার আগে

সূর্যকে বলে দিও

সকাল যেন না হাসে

স্বপ্নে দেখব আমি শুধু তোমার ছবি

দেখতে চাইনা তোমার চলে যাওয়া আমি

**************

**************

গানের খাতায় ধূলো পড়া

লিখতে বসি নতুন কথা

স্বপ্নের মাঝে ছবি আঁকি

যেথায় আছি শুধু তুমি আমি

**************

গানের খাতায় ধূলো পড়া

লিখতে বসি নতুন কথা

স্বপ্নের মাঝে ছবি আঁকি

যেথায় আছি শুধু তুমি আমি

ঘুম পাড়িয়ে দিও আমায়

হেমন্ত আসার আগে

সূর্যকে বলে দিও

সকাল যেন না হাসে

স্বপ্নে দেখব আমি শুধু তোমার ছবি

দেখতে চাইনা তোমার চলে যাওয়া আমি

**************

**************

হয়তো যাবে তুমি আমায় ভুলে

ঝাপসা হব আমি তোমার চোখে

ঘুম পাড়িয়ে দিও আমায়

হেমন্ত আসার আগে

সূর্যকে বলে দিও

সকাল যেন না হাসে

স্বপ্নে দেখব আমি শুধু তোমার ছবি

দেখতে চাইনা তোমার চলে যাওয়া আমি

ঘুম পাড়িয়ে দিও আমায়

হেমন্ত আসার আগে

সূর্যকে বলে দিও

সকাল যেন না হাসে

স্বপ্নে দেখব আমি শুধু তোমার ছবি

দেখতে চাইনা তোমার চলে যাওয়া আমি

ঘুম পাড়িয়ে দিও আমায়

হেমন্ত আসার আগে

সূর্যকে বলে দিও

সকাল যেন না হাসে

স্বপ্নে দেখব আমি শুধু তোমার ছবি

দেখতে চাইনা তোমার চলে যাওয়া আমি

==ধন্যবাদ==

Anila/Sumon'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin

Anila/Sumon, Ghum Pariye Dio .. Anila /ঘুম পাড়িয়ে দিও আমায় .. Rana - Sözleri ve Coverları