menu-iconlogo
huatong
huatong
asif-akbar--cover-image

জীবনের বড় পরাজয়, মন দিলে জ্বালা পেতে হয়।

Asif Akbarhuatong
pammi1013huatong
Şarkı Sözleri
Kayıtlar
জীবনের বড় পরাজয়

কন্ঠ আসিফ আকবর

যদি ভালো লাগে অবশ্যই

একটি লাইক দিবেন

জীবনের বড় পরাজয়,

মন দিলে জ্বালা পেতে হয়।

জীবনের বড় পরাজয়,

মন দিলে জ্বালা পেতে হয়।

কান্না হাসির দুনিয়ায়,

আসলে সব'ই অভিনয়

জীবনের বড় পরাজয়,

মন দিলে জ্বালা পেতে হয়।

জীবনের বড় পরাজয়,

মন দিলে জ্বালা পেতে হয়।

সবকিছু চোখ মেলে মেনে নেয়া যায়,

ছলনা মেনে নেয়া যায় না;

জীবন চলার পথে বাধা যদি আসে

থাকেনা আর কেউ থাকে না পাশে

সবকিছু চোখ মেলে মেনে নেয়া যায়,

ছলনা মেনে নেয়া যায় না;

জীবন চলার পথে বাধা যদি আসে,

থাকে না আর কেউ থাকে না পাশে;

যায় যায় দিন চলে যায় ,

কতো যে ব্যাথা বুকে জমা হয়ে রয়

জীবনের বড় পরাজয়,

মন দিলে জ্বালা পেতে হয়

জীবনের বড় পরাজয়,

মন দিলে জ্বালা পেতে হয়

ধুমপানকে না বলুন

সুস্থ্য থাকুন

মন যদি ভেঙ্গে যায় বেদনার ঝড়ে

কত কথা স্মৃতি মনে পড়ে,

চিরদিন থাকবে না কোনই কিছু

ভালবাসা ছাড়া আর অন্য কিছু

মন যদি ভেঙ্গে যায় বেদনার ঝড়ে

কত কথা স্মৃতি মনে পড়ে,

চিরদিন থাকবে না কোনই কিছু

ভালবাসা ছাড়া আর অন্য কিছু

যতদিন থাকবে পৃথিবী

ততদিন বেচেঁ থাকা হবে জানি দায়

জীবনের বড় পরাজয়,

মন দিলে জ্বালা পেতে হয়

জীবনের বড় পরাজয়,

মন দিলে জ্বালা পেতে হয়

কান্না হাসির দুনিয়ায়

আসলে সব'ই অভিনয় ,

জীবনের বড় পরাজয়,

মন দিলে জ্বালা পেতে হয়

জীবনের বড় পরাজয়,

মন দিলে জ্বালা পেতে হয়

ধন্যবাদ সবাইকে

Asif Akbar'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin