menu-iconlogo
logo

Neel Jochona

logo
Şarkı Sözleri
কি নামে ডাকবো তোমায়,

নীল জোছনা,

এক চিলতে রোদ্দুর হয়ে আর হেসোনা

যদি তোমায় ছুঁতে পারি

দেব মেঘের সাথে আড়ি

শুধু মন আকাশে, হাওয়ায় মিশে

ছুটে আসোনা

কি নামে ডাকবো তোমায়,

নীল জোছনা

হে হে হে হে হে আ

যদি হাতে রাখো হাত,

যত বাঁধা থাক

নিমিশেই দেব পাড়ি

আকাশের দেশে, যাব ভেসে ভেসে

হয়ে আমি মেঘ তুমি পরী

দেখ হয়ে যাবে ফুল, শত শত ভুল

যদি তুমি দাও হেসে

স্বপ্নের রোদ এসে, দুঃখরা শেষে

সুখ সাগরে যাবে ভেসে

তাই, ভালোবাসা ফুল দিয়ে

রঙ মুছোনা

কি নামে ডাকবো তোমায়,

নীল জোছনা

হে হে হে হে হে আ

তুমি যত ব্যাথা দাও

যদি সুখ পাও

হাসিমুখে নেব সবী

বিরহের দেশে, যাব ভেসে ভেসে

হয়ে আমি পাল, তুমি তরী

দেখ হয়ে যাবে মিল

সাদা আর নীল

যদি তুমি দাও হেসে

কাছেতে এসে, সুখেতে ভেসে

মন আকাশে যাব ভেসে

তাই, ভালোবাসা ফুল দিয়ে

রঙ মুছোনা

কি নামে ডাকবো তোমায়,

নীল জোছনা

এক চিলতে রোদ্দুর হয়ে আর হেসোনা

যদি তোমায় ছুঁতে পারি

দেব মেঘের সাথে আড়ি

শুধু মন আকাশে, হাওয়ায় মিশে

ছুটে আসোনা

কি নামে ডাকবো তোমায়,

নীল জোছনা