menu-iconlogo
logo

O Amar Shokhi

logo
Şarkı Sözleri
ও আমার সখী, প্রেমে মাখামাখি

এসো না একটু কাছে তুমি, পরানপাখি

ও আমার সখী, প্রেমে মাখামাখি

এসো না একটু কাছে তুমি, পরানপাখি

ও লাজুক লতা, বলো না কথা

হৃদয়ে চলো হৃদয় রাখি

ও আমার সখী, প্রেমে মাখামাখি

এসো না একটু কাছে তুমি, পরানপাখি

ও আমার সখী, প্রেমে মাখামাখি

এসো না একটু কাছে তুমি, পরানপাখি

প্রেমের নায়ে ভাসাও মোরে তুমি দিবানিশি

আকুল প্রাণে তোমার টানে তাই তো ছুটে আসি

ও লাজুক লতা, বলো না কথা

হৃদয়ে চলো হৃদয় রাখি

ও আমার সখী, প্রেমে মাখামাখি

এসো না একটু কাছে তুমি, পরানপাখি

ও আমার সখী, প্রেমে মাখামাখি

এসো না একটু কাছে তুমি, পরানপাখি

স্বপ্ন ভরে ডুবাও মোরে তুমি ক্ষণে ক্ষণে

এ কী চাওয়া তোমারই ছোঁয়া খুঁজি সংগোপনে

ও লাজুক লতা, বলো না কথা

হৃদয়ে চলো হৃদয় রাখি

ও আমার সখী, প্রেমে মাখামাখি

এসো না একটু কাছে তুমি, পরানপাখি

ও আমার সখী, প্রেমে মাখামাখি

এসো না একটু কাছে তুমি, পরানপাখি

Ferdous Wahid, O Amar Shokhi - Sözleri ve Coverları