menu-iconlogo
huatong
huatong
avatar

Jibon Gelo Tumar Khuje বন্ধু তুমি কই

Fuadhuatong
sibleyperrehuatong
Şarkı Sözleri
Kayıtlar

NAZRULSR

জীবন গেল তোমার খোঁজে

বন্ধু তুমি কই

আশায় আশায় দিন গুইনাছি

বন্ধু তুমি কই

জীবন গেল তোমার খোঁজে

বন্ধু তুমি কই

আশায় আশায় দিন গুইনাছি

বন্ধু তুমি কই

বসন্তেরও এমন দিনে

বসন্তেরও এমন দিনে

বন্ধু তুমি কই

জীবন গেল তোমার খোঁজে

বন্ধু তুমি কই

আশায় আশায় দিন গুইনাছি

বন্ধু তুমি কই

NAZRULSR

follow to

আষাঢ় মাসে আমার চোখে

জমেছিল মেঘ...

আধার কালো আকাশটাও

কেঁদেছে অনেক

আষাঢ় মাসে আমার চোখে

জমেছিল মেঘ...

আধার কালো আকাশটাও

কেঁদেছে অনেক

জল শুকিয়ে মনের নদী

মরুভূমি সই

বসন্তেরও এমন দিনে

বসন্তেরও এমন দিনে

বন্ধু তুমি কই

জীবন গেল তোমার খোঁজে

বন্ধু তুমি কই

আশায় আশায় দিন গুইনাছি

বন্ধু তুমি কই

NAZRULSR

Follow to

ভালোবাসার মূল্য কত

আগে বুঝি নাই

অমূল্য সে মানিক রতন

কোথা খোঁজে পাই

BD Friends rz

ভালোবাসার মূল্য কত

আগে বুঝি নাই

অমূল্য সে মানিক রতন

কোথা খোঁজে পাই

মন পুড়িয়ে গেল পাখি

গহীন বনে কই

বসন্তেরও এমন দিনে

বসন্তেরও এমন দিনে

বন্ধু তুমি কই

জীবন গেল তোমার খোঁজে

বন্ধু তুমি কই

আশায় আশায় দিন গুইনাছি

বন্ধু তুমি কই

বসন্তেরও এমন দিনে

বসন্তেরও এমন দিনে

বন্ধু তুমি কই।

সমাপ্ত

Fuad'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin

Fuad, Jibon Gelo Tumar Khuje বন্ধু তুমি কই - Sözleri ve Coverları