menu-iconlogo
huatong
huatong
avatar

Tumi Ar Nei Se Tumi By S. D. Barman

Fuadhuatong
shoumi78_star926huatong
Şarkı Sözleri
Kayıtlar
তোমার চোখেরও পাতা নাচে না

নাচে না আমারও পথ চেয়ে

তোমার পায়ে পায়ে মল বাজে না

বাজে না আমারও সাড়া পেয়ে

হাসো না হাসো না সে হাসি মধুময়

হাসো না

হাসো না হাসো না সে হাসি মধুময়

তুমি আর নেই সে তুমি

তুমি আর নেই সে তুমি

তোমার সাপেরও বেণী দোলেনা

দোলে না হাওয়ার বাঁশী শুনে

তোমার চোখে বিজলী খেলে না

খেলে না মেঘেরো গর্জনে

তোমার সাপেরও বেণী দোলেনা

দোলে না হাওয়ার বাঁশী শুনে

তোমার চোখে বিজলী খেলে না

খেলে না মেঘেরো গর্জনে

গুনগুন গুনগুন করো না অসময়

গুনগুন

গুনগুন গুনগুন করো না অসময়

তুমি আর নেই সে তুমি

তুমি আর, তুমি আর

তুমি আর…

Fuad'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin