menu-iconlogo
huatong
huatong
avatar

আমার বুক পকেটের মানুষ | Amar Bok Poketer Manus

Gogon Sakibhuatong
✰ℕ𝕖𝕨𝕒𝕫_𝕊𝔹𝕃✰huatong
Şarkı Sözleri
Kayıtlar
[ Gogon Sakib ]

[আপলোড নেওয়াজ]

>>>>SBL<<<<<

আমার বুক পকেটের মানুষ

তুই হইয়া গেলি পর

পর মানুষের সাথে

বাঁধলিরে সুখের ঘর

আমার বুক পকেটের মানুষ

তুই হইয়া গেলি পর

পর মানুষের সাথে

বাঁধলিরে সুখের ঘর

আমি মন মরা মানুষ

ওরে…তুই ভালো থাক

শুনবি না কান্না

পাবি আত্মার ডাক

আমি পারিনা কইতে

আমি পারি না সইতে

বুকের ভিতর

শুধু আগুন জ্বলেরে

আমার কবর টাতে রোজ

নিতে আসিস রে তুই খোঁজ

নাকি মরার খবর শুনে

তুই রবিরে নিখোঁজ

আমি পারিনা কইতে

আমি পারি না সইতে

বুকের ভিতর

শুধু আগুন জ্বলেরে

>>>SBL<<<<

চোখের নিচে কালি

আমার হৃদয় পোড়া গন্ধ,

মরণ ছাড়া আজ

আমার সব দরজা বন্ধ

চোখের নিচে কালি

আমার হৃদয় পোড়া গন্ধ,

মরণ ছাড়া আজ

আমার সব দরজা বন্ধ

লাল নীল বাতি

যখন তোর বাসরে

আহা ছিড়বে গোলাপ জল

তখন আমার কবরে

আমি পারিনা সইতে

আমি পারিনা কইতে,

বুকের ভিতর

শুধু আগুন জ্বলে রে…

আমার কবর টাতে রোজ

নিতে আসিস রে তুই খোঁজ

নাকি মরার খবর শুনে

তুই রবিরে নিখোঁজ

আমি পারিনা কইতে

আমি পারিনা সইতে,

বুকের ভিতর

শুধু আগুন জ্বলে রে…

আমার কবর টাতে রোজ

নিতে আসিস রে তুই খোঁজ

নাকি মরার খবর শুনে

তুই রবিরে নিখোঁজ

আমি পারিনা কইতে

আমি পারিনা সইতে

বুকের ভিতরে

শুধু আগুন জ্বলে রে

[ধন্যবাদ সকলকে]

Gogon Sakib'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin

Gogon Sakib, আমার বুক পকেটের মানুষ | Amar Bok Poketer Manus - Sözleri ve Coverları