menu-iconlogo
huatong
huatong
avatar

Amar proticchobi by sumon

Himadrihuatong
Himadrii🇱🇷huatong
Şarkı Sözleri
Kayıtlar
মুখটা তুলে আকাশটাতে দেখ আরেকবার

তোমার সাথে আছি আমি যে চিরকাল

জোছনার আলো যখন তোমার গায়ে পড়ে

আমি তখন থাকি তোমারই পাশে পাশে

মনটা খারাপ করে যখন তুমি একা থাকো

ভেবো আমি শোনাই তোমায় মজার কোনো গল্প

চোখের পানি মুছে ফেলে ভেবো একটু ক্ষণ

তোমার মাথায় হাতটা বুলাই যখন তখন

রাতের আকাশ ভরা তারা হয়তোবা চলে যাবে

থাকবো হয়ে আমি শুকতারা

শীতের সকাল গাছের পাতা হয়তোবা ঝরে যাবে

থাকবো হয়ে আমি নীল আকাশ

দুপুর বেলায় কবিতার বইটা পড়তে বসে

চোখের দৃষ্টি যখন তোমার ঝাপসা হয়ে ওঠে

ভেবো আমি পাশেই আছি তোমার পানে চেয়ে

কবিতাটায় সুর বসাচ্ছি গানের মত করে

ভোরের আলোয় পাখির ডাকে ঘুমটা ভাঙ্গে যখন

বাগানটাতে হাঁটার সময় আমায় ভেবো তখন

ঘাসের মাঝে শিশির কণায় তাকিয়ে দেখো তুমি

আছে সেথায় তোমার সাথে আমার প্রতিচ্ছবি

রাতের আকাশ ভরা তারা হয়তোবা চলে যাবে

থাকবো হয়ে আমি শুকতারা

শীতের সকাল গাছের পাতা হয়তোবা ঝরে যাবে

থাকবো হয়ে আমি নীল আকাশ

নীল আকাশ

Himadri'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin

Himadri, Amar proticchobi by sumon - Sözleri ve Coverları