menu-iconlogo
huatong
huatong
avatar

তুই কি আমার হবি রে

Imran Mahmudul _ Konahuatong
62104339209huatong
Şarkı Sözleri
Kayıtlar
ছেলেঃ] রাতের সব তারা আছে দিনের গভীরে।

বুকের মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে।

তুই কি আমার হবি রে!

রাতের সব তারা আছে দিনের গভীরে।

বুকের মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে।

তুই কি আমার হবি রে!

মন বাড়িয়ে আছি দাঁড়িয়ে।

তোর হৃদয়ে গেছি হারিয়ে

তুই জীবন মরণ সবই রে।

তুই কি আমার হবি রে।

ছেলেঃ] আমার পথটা চলে যায় তোরই দিকে।

চোখের কলম শত, কবিতা লিখে।

এই হৃদয়ের ভালো-বাসা দিয়ে।

সেই কবিতা শুধু, তোকে নিয়ে।

চোখ ভরে তুই দেখ পড়ে তুই।

প্রেম কবিতায় তোকে ছুঁই।

তুই চিনে নে সে কবি রে।

মেয়েঃ] তুই কি আমার হবি রে।

রাতের সব তারা আছে দিনের গভীরে।

বুকের মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে।

তুই কি আমার হবি রে!

মেয়েঃ] হৃদয়, ক্যানভাসে মন রঙ মেখে মেখে।

তোরই মুখ ছবি যাই নিরবে একে।

সব ভালো লাগা মনে, ছুঁয়েছে এসে।

সুখ ছোঁয়াতে আমি, গিয়েছি ভেসে।

মন বাড়িয়ে আছি দাঁড়িয়ে।

তোর হৃদয়ে গেছি হারিয়ে।

তুই দেখে নে সে ছবি রে।

ছেলেঃ] তুই কি আমার হবি রে!

মেয়েঃ] রাতের সব তারা আছে দিনের গভীরে।

ছেলেঃ] বুকের মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে

দুজনেঃ] তুই কি আমার হবি রে

ছেলেঃ] ও----না-----

এ----না-------

তুই কি আমার হবি রে!

Imran Mahmudul _ Kona'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin

Imran Mahmudul _ Kona, তুই কি আমার হবি রে - Sözleri ve Coverları