menu-iconlogo
huatong
huatong
kanak-chapa-nesha-lagilo-re-cover-image

Nesha Lagilo Re

Kanak Chapahuatong
momma_bear_7huatong
Şarkı Sözleri
Kayıtlar
মেয়েঃ নিশা লাগিলোরে, নিশা লাগিলোরে,

বাঁকা দুই নয়নে নিশা লাগিলোরে,

রঙীলা নয়নে নিশা লাগিলোরে।।

ছেলেঃ প্রেম জাগিলোরে প্রেম জাগিলোরে,

আমার এই অন্তরে প্রেম জাগিলো রে,

অন্তরে অন্তরে প্রেম জাগিলোরে...।।

মেয়েঃ তোমার প্রেমে মজে আছি আমার পাগল মন,

ছেলেঃ এইনা প্রেমের

নেশায় ডুবে রবো আজীবন।।

মেয়েঃ তোমার প্রেমে মজে আছি আমার পাগল মন,

ছেলেঃ এইনা প্রেমের

নেশায় ডুবে রবো আজীবন।।।

মেয়েঃ নিশার এই নদীতে মন ভাসিলোরে....

নিশা লাগিলোরে, নিশা লাগিলোরে,

বাঁকা দুই নয়নে নেশা লাগিলোরে,

রঙীলা নয়নে নিশা লাগিলোরে।।

ছেলেঃ প্রেম জাগিলোরে, প্রেম জাগিলোরে,

আমার এই অন্তরে প্রেম জাগিলোরে,

অন্তরে অন্তরে প্রেম জাগিলোরে....

মেয়েঃ অংগে অংগে সারা

অংগে মিলনেরই স্বাদ..

ছেলেঃ প্রেমের নিশা এমন

নিশা মানেনারে বাঁধ।।

মেয়েঃ অংগে অংগে সারা

অংগে মিলনেরই স্বাদ..,

ছেলেঃ প্রেমের নিশা এমন

নিশা মানেনারে বাঁধ।।।

মেয়েঃ সেই মধুরও ক্ষণ আসিলোরে।.।

নিশা লাগিলোরে নিশা লাগিলোরে,

বাঁকা দুই নয়নে নিশা লাগিলোরে,

রঙীলা নয়নে নিশা লাগিলোরে...

ছেলেঃ প্রেম জাগিলোরে প্রেম জাগিলোরে,

আমার এই অন্তরে প্রেম জাগিলো,

অন্তরে অন্তরে প্রেম জাগিলোরে।।।

মেয়েঃ আ আ আ আ আ আ আ আ আ

লা লা লা লালা লা লা লালা লা লা

ধন্যবাদ

Kanak Chapa'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin