menu-iconlogo
huatong
huatong
moruvumi-shunnota-cover-image

Shunnota

Moruvumihuatong
Mizanur_star388huatong
Şarkı Sözleri
Kayıtlar
শূন্যতার ভেতরে আমি খুঁজি আমার হারিয়ে যাওয়া সময়কে

শূন্যতার ভেতরে আমি খুঁজি আমার হারিয়ে যাওয়া সময়কে

স্মৃতি ছাড়া নেই কিছু আমার হয়তো সবই পেরেছ ভুলতে তুমি

তবে কেন পারিনি ভুলতে আমি ।।

তবে কেন পারিনি ভুলতে আমি।।

ওহো আকাশের ওপারে আকাশে যেখানে স্বপ্ন হাসে

সেখানে আমি থাকি দাঁড়িয়ে ।।

ওহো আকাশের ওপারে আকাশে যেখানে স্বপ্ন হাসে

সেখানে আমি থাকি দাঁড়িয়ে ।।

আজ আমি একা

তবু নেই তোমার দেখা

তোমারই আশায় বসে

তবু জানি তুমি

আসবেনা ফিরে জীবনে

তোমারই আশায় বসে !

রাত প্রহর শেষে

শূন্য এ মন শূন্য ঘরে

হারিয়ে যাই স্মৃতির ভিড়ে

একাকী ভোরে ঘুম ভাঙ্গা চোখে

খুঁজে যাই তোমাকে ।।

রাত প্রহর শেষে

শূন্য এ মন শূন্য ঘরে

হারিয়ে যাই স্মৃতির ভিড়ে

একাকী ভোরে ঘুম ভাঙ্গা চোখে

খুঁজে যাই তোমাকে ।।

তবে কেন পারিনি ভুলতে আমি

আজও কেন পারিনি ভুলতে আমি ।

আজ আমি একা

তবু নেই তোমার দেখা

তোমারই আশায় বসে

তবু জানি তুমি

আসবেনা ফিরে জীবনে

তোমারই আশায় বসে !

তোমারই আশায় বসে !

Moruvumi'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin