তোমাকে পাইনি, সে আমার দুঃখ নয়
তোমাকে পাইনি, সে আমার দুঃখ নয়
আমাকে তুমি, বুঝতে পারনি
তাতেই আমার পরাজয়
তোমাকে পাইনি, সে আমার দুঃখ নয়
তুমি তো জানোনা, ভালোবাসা সত্যি হলেও
কারো কারো মিলন হয় না
হু তুমি তো জানোনা, ভালোবাসা সত্যি হলেও
কারো কারো মিলন হয় না
আমিও তোমাকে না পেয়ে
হেরে গেলাম না হয়....
সে আমার দুঃখ নয়
আমাকে তুমি, বুঝতে পারনি
তাতেই আমার পরাজয়
তোমাকে পাইনি, সে আমার দুঃখ নয়
তুমি কি বোঝনা, ভালোবেসে নিঃস্ব হলে
কেউ কেউ সে কথা কয়না
হু তুমি কি বোঝনা, ভালোবেসে নিঃস্ব হলে
কেউ কেউ সে কথা কয়না
তোমার'ই বিরহে,না হয়,জ্বলেছে আমার হৃদয়
সে আমার দুঃখ নয়
আমাকে তুমি, বুঝতে পারনি
তাতেই আমার পরাজয়
তোমাকে পাইনি, সে আমার দুঃখ নয়
তোমাকে পাইনি, সে আমার দুঃখ নয়
আমাকে তুমি, বুঝতে পারনি
তাতেই আমার পরাজয়
তোমাকে পাইনি, সে আমার দুঃখ নয়