ছেলে:- আর যেন ভুল না হয়
একটি ভুলে কাঁদে দুটি হৃদয়
আর যেন ভুল না হয়
একটি ভুলে কাঁদে দুটি হৃদয়
প্রতিটি পলকে,রেখো চোখে চোখে
কখনো আসেনা যেন
হারাবার ভয়..
মেয়ে:- আর যেন ভুল না হয়
একটি ভুলে কাঁদে দুটি হৃদয়
প্রতিটি পলকে,রেখো চোখে চোখে
কখনো আসেনা যেন
হারাবার ভয়..
ছেলে:- আর যেন ভুল না হয়
ভুল না হয়
মেয়ে:- ও এত প্রেম আছে
ছোট্ট এ বুকে
আরো আগে,বুঝিনি কেন...
আরো আগে বুঝিনি কেন
ছেলে:- ও সব চাওয়া পাওয়া
পূর্ণ না হতে
মরণো আসে না যেন....
মরণো আসে না যেন
মেয়ে:- যতদিন বাঁচি
রবো কাছাকাছি
তবু এ বাসনা জানি,ফুরাবার নয়
ছেলে:- আর যেন ভুল না হয়
ভুল না হয়
======মিউজিক======
ছেলে:- ও শতবার আমার
জন্ম যদি হয়
তোমাকেই,যেন আমি পাই...
তোমাকেই যেন আমি পাই
মেয়ে:- ও অন্তরে তবু
তৃষ্ণা রবে গো
মনে হবে,আরো বেশি চাই..
মনে হবে আরো বেশি চাই
ছেলে:- আমি যে তোমার'ই
তুমিও আমার'ই
জনমে জনমে রবে,এই পরিচয়..
মেয়ে:- আর যেন ভুল না হয়
একটি ভুলে কাঁদে দুটি হৃদয়
প্রতিটি পলকে,রেখো চোখে চোখে
কখনো আসেনা যেন,হারাবার ভয়..
ছেলে:- আর যেন ভুল না হয়
একটি ভুলে কাঁদে দুটি হৃদয়
প্রতিটি পলকে,রেখো চোখে চোখে
কখনো আসেনা যেন,হারাবার ভয়..
মেয়ে:- আর যেন ভুল না হয়
ভুল না হয়
সমাপ্ত