menu-iconlogo
huatong
huatong
souls-sir-james-cover-image

Sir James

Soulshuatong
parasite7evehuatong
Şarkı Sözleri
Kayıtlar
Sir James

Short

মানুষেরও যে আকাশের মত হৃদয় থাকতে পারে

তাকে না দেখলে হয়তো আমার জানাই হতো না।

রূপকথারও বাইরে যে এক বিশাল জগত আছে

তার কাছে না শুনলে বোধ হয় শোনাই হতো না।

আজকে আমার এই পৃথিবীর অনেক কিছু চেনা

ব্ল্যাকবোর্ডের ঐ কালো

আকাশ আমায় এনে দে না।

এনে দে না বয়সটা সেই ছয় কিংবা সাত,

হয়তো তবে ফিরে পেতাম স্যারের কোমল হাত।

সালাম জানাই সহস্রবার আমার তিনি গুরু

তার কাছেই হয়েছিল শিক্ষা জীবন শুরু।

Thanks For OC n Like

Souls'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin