menu-iconlogo
logo

*মন দিয়ে মনটা আমার নিয়ে গেছো

logo
بول
ছেলেঃ মন দিয়ে মনটা আমার নিয়ে গেছো

প্রেম নিয়ে প্রেম যে তোমার দিয়ে গেছো

তুমি জান জান বলে আমার জান হয়েছো

=============

মেয়েঃ মন দিয়ে মনটা আমার নিয়ে গেছো

প্রেম নিয়ে প্রেম যে তোমার দিয়ে গেছো

তুমি জান জান বলে আমার জান হয়েছো

-==আপলোড বাই মজিবুর-==

ছেলেঃ কখনো ভাবিনি আগে--

এ চোখে নজর দিবে--

হাজারো লোকের ভিড়ে--

তুমি যে আমার হবে--

==============

মেয়েঃ কখনো ভাবিনি আগে--

এ চোখে নজর দিবে--

হাজারো লোকের ভিড়ে--

তুমি যে আমার হবে--

ছেলেঃ আমি তোমায় এতোদিনে

আপন বলে নিলাম চিনে

তুমি গান গান দিয়ে আমায়

গান বেঁধেছো--

-==আপলোড বাই মজিবুর-==

মেয়েঃ পৃথিবী হারিয়ে যাবে--

রবে না ফুলের হাসি--

তখনো বলবো আমি--

তোমাকে ভালবাসি--

==============

ছেলেঃ পৃথিবী হারিয়ে যাবে--

রবে না ফুলের হাসি--

তখনো বলবো আমি--

তোমাকে ভালবাসি--

মেয়েঃ তুমি যদি থাকো পাশে--

হেরে যাবে মরণ এসে--

তুমি প্রাণ প্রাণ দিয়ে আমার

প্রাণ ছুঁয়েছো..

ছেলেঃ মন দিয়ে মনটা আমার নিয়ে গেছো

মেয়েঃ প্রেম নিয়ে প্রেম যে তোমার দিয়ে গেছো

ছেলেঃ তুমি জান জান বলে আমার জান হয়েছো

====ধন্যবাদ====

*মন দিয়ে মনটা আমার নিয়ে গেছো بذریعہ এন্ড্রু কিশোর ও কনকচাঁপা/বস নাম্বার ওয়ান - بول اور کور