মেয়েঃ যখনই তোমাকে দেখেছি দুচোখে
কি যে হলো এই বুকে
যখনই তোমাকে দেখেছি দুচোখে
কি যে হল এই বুকে
সারাবেলা সারা সন্ধ্যা সকাল
মনে পড়ে তোমাকে
মনে পড়ে তোমাকে
ছেলেঃ যখনই তোমাকে দেখেছি দুচোখে
কি যে হল এই বুকে
যখনই তোমাকে দেখেছি দুচোখে
কি যে হল এই বুকে
সারাবেলা সারা সন্ধ্যা সকাল
মনে পড়ে তোমাকে
মনে পড়ে তোমাকে
-=আপলোড বাই মজিবুর=-
মেয়েঃ দাওনা গো প্রেম আমাকে
নাওনা টেনে বুকে
একটি জনম সেও বড় কম
শত জনম চাই তোমাকে
===============
ছেলেঃ ও চাঁদ জাগা কোন রাতে
শ্রাবণো বৃষ্টি ধারাতে
স্বপ্ন আমার তোমাকে পাওয়ার
তৃষ্ণা আমারি ডাকে
মেয়েঃ সারাবেলা সারা সন্ধ্যা সকাল
মনে পড়ে তোমাকে
ছেলেঃ মনে পড়ে তোমাকে
-=আপলোড বাই মজিবুর=-
তুমি ছাড়া আর কে আছে
বলোনা মনেরি মাঝে
সুখে বিরহে আছো হৃদয়ে
আছো প্রতিটি পলকে
===============
মেয়েঃ ও,,,আসেনা ঘুম তো নয়নে
তোমাকে খুজি গোপনে
সাজাবো দুজন সুখের এ ভুবন
ছবি আঁকি কল্পনাতে
ছেলেঃ সারাবেলা সারা সন্ধ্যা সকাল
মনে পরে তোমাকে
মনে পরে তোমাকে
মেয়েঃ যখনই তোমাকে দেখেছি দুচোখে
কি যে হল এই বুকে
ছেলেঃ যখনই তোমাকে দেখেছি দুচোখে
কি যে হল এই বুকে
মেয়েঃ সারাবেলা সারা সন্ধ্যা সকাল
মনে পড়ে তোমাকে
মনে পড়ে তোমাকে
ছেলেঃ মনে পড়ে তোমাকে
মনে পড়ে তোমাকে
====ধন্যবাদ====