menu-iconlogo
logo

তোমার কারনে আমি উচ্ছল

logo
بول
মেয়েঃ তোমার কারণে আমি উচ্ছল

তোমার কারণে উদাসী

তোমার কারণে আমি মরণ থেকে

বারবার ফিরে আসি

বলো না, বলো না

বলো না ভালোবাসি

ছেলেঃ তোমার কারণে আমি উচ্ছল

তোমার কারণে উদাসী

তোমার কারণে আমি মরণ থেকে

বারবার ফিরে আসি

বলো না, বলো না

বলো না ভালোবাসি

-==আপলোড বাই মজিবুর==-

মেয়েঃ তোমাকে ছাড়া আমি স্বপ্নের পাখাও

মেলতে চাই না

তোমাকে ছাড়া আমি চোখের পলকও

ফেলতে চাই না

================

ছেলেঃ তোমাকে ছাড়া আমি স্বপ্নের পাখাও

মেলতে চাই না

তোমাকে ছাড়া আমি চোখের পলকও

ফেলতে চাই না

মেয়েঃ ও তোমার কারণে আমি আগুনে জ্বলেও

দিয়ে যাবো সুখের হাসি

ছেলেঃ বলো না, বলো না

বলো না ভালোবাসি

-==আপলোড বাই মজিবুর==-

ছেলেঃ পাগল হয়েছি আমি নিজের অজান্তে

তোমারই জন্য

তোমাকে ভালোবেসে আমার আমিকে

করেছি শূন্য

=================

মেয়েঃ হা..পাগল হয়েছি আমি নিজের অজান্তে

তোমার জন্য

তোমাকে ভালোবেসে আমার আমিকে

করেছি শূন্য

ছেলেঃ ও তোমার কারণে আমি অপরাধী হলেও

বারবার নেবো ফাঁসি

মেয়েঃ হায় বলো না, বলো না

বলো না ভালোবাসি

ছেলেঃ তোমার কারণে আমি উচ্ছল

তোমার কারণে উদাসী

তোমার কারণে আমি মরণ থেকে

বারবার ফিরে আসি

বলো না, বলো না

বলো না ভালোবাসি

মেয়েঃ তোমার কারণে আমি উচ্ছল

তোমার কারণে উদাসী

তোমার কারণে আমি মরণ থেকে

বারবার ফিরে আসি

বলো না

ছেলেঃ এই বলো না

ছেলে/মেয়েঃ বলো না ভালোবাসি

ছেলেঃ তোমার কারণে আমি উচ্ছল

তোমার কারণে উদাসী

তোমার কারণে আমি মরণ থেকে

বারবার ফিরে আসি

====ধন্যবাদ====

তোমার কারনে আমি উচ্ছল بذریعہ এন্ড্রু কিশোর ও সামিনা চৌধুরী/হৃদয়ের কথা/Asraf Ali/Andrew Kishore - بول اور کور