হায় হায় কি জানি কি হলো
মনটা চুরি হয়ে গেল
হায় হায় কি জানি কি হলো
মনটা চুরি হয়ে গেল
ছটফট করে শুধু, মনটা যে আমার
হায় হায় কি জানি কি হলো
মনটা চুরি হয়ে গেল
ছটফট করে শুধু, মনটা যে আমার
হায় হায় কি জানি কি হলো--
-==আপলোড বাই মজিবুর==-
প্রেমের আগুনে আমি নিজেকে পোড়াবো
===============
ও..প্রেমের আগুনে আমি নিজেকে পোড়াবো
পানিতে নেমে আমি জ্বালা জুড়াবো
জড়িয়ে ধরেছি তারে সে কি আমার
স্বপনে দেখা সেই রাজার কুমার
সে কি দূরে থাকবে, কবে কাছে আসবে
বলো ঠান্ডা পানি তুমি বলো--
হায় হায় কি জানি কি হলো
মনটা চুরি হয়ে গেল
ছটফট করে শুধু মনটা যে আমার
হায় হায় কি জানি কি হলো--
-==আপলোড বাই মজিবুর==-
বুকের আচল উড়ে পাগলা হাওয়াতে
==============
ও..বুকের আচল উড়ে পাগলা হাওয়াতে
ভালো লাগে আজ হারিয়ে যাওয়া তে
মনের দুয়ারে খুলে তোমায় ডাকে
রংয়ের তুলিতে তোমার ছবি আঁকি
অঙ্গে ঢেউ জাগেরে, শিহরণ লাগেরে
জ্বালা অন্তরে, প্রেমের বাত্তি জ্বালো
হায় হায় কি জানি কি হলো
মনটা চুরি হয়ে গেল
হায় হায় কি জানি কি হলো
মনটা চুরি হয়ে গেল
ছটফট করে শুধু মনটা যে আমার
হায় হায় কি জানি কি হলো
মনটা চুরি হয়ে গেল--
====ধন্যবাদ====