menu-iconlogo
huatong
huatong
avatar

Bhulite Parina Tare/ভুলিতে পারি না তারে

শাকিলা জাফরhuatong
ONGKUR🌱huatong
بول
ریکارڈنگز
গানঃ ভুলিতে পারিনা তারে

শিল্পীঃ শাকিলা জাফর

সুরঃ শুভ্র দেব

----------------------

ভুলিতে পারি না তারে

ভোলা যায় না...

বারে বারে মনে পরে

কেন জানি না।

ভুলিতে পারি না তারে

ভোলা যায় না...

বারে বারে মনে পরে

কেন জানি না।

<<< OSS TEAM >>>

ভেবে ভেবে ভোর হয়

স্মৃতি শুধু কথা কয়

আঁধারেতে বসে থেকে

আঁখি জলে ভিজে রয়

যত ভাবি ভুলে যাব

মন বোঝে না...

বারে বারে মনে পরে

কেন জানি না।

ভুলিতে পারি না তারে

ভোলা যায় না...

বারে বারে মনে পরে

কেন জানি না।

<<< OSS TEAM >>>

কত দিন কত রাত

একই সাথে যে দুজনে

প্রেমেরই মিলন মালা

গেঁথেছি যে আনমনে

সেই মালা ঝরে গেল

কেন জানি না...

বারে বারে মনে পরে

কেন জানি না।

ভুলিতে পারি না তারে

ভোলা যায় না...

বারে বারে মনে পরে

কেন জানি না।

শাকিলা জাফর کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے