menu-iconlogo
huatong
huatong
avatar

Songo Chhara Kore Sakhi

Aditi Chakraborty/Ritam Senhuatong
pickettshericehuatong
بول
ریکارڈنگز
কালা আমার হাতের কাঁকন

কালা গলার হার,

কালা-আমার হাতের কাঁকন

কালা গলার হার,

কালা আমার নীল যমুনায়

নিকষও আঁধার।

কালা আমার চিকন কেশে,

বিনোদ বেণীটি

কালা আমার চিকন কেশে,

বিনোদ বেণীটি,

চন্দনও করিয়া কালা অঙ্গে মেখেছি

চন্দন ও করিয়া কালা অঙ্গে মেখেছি।

সঙ্গছাড়া করে সখি করবি আমার কি?

সঙ্গছাড়া করে সখী করবি আমার কি?

চন্দনও করিয়া কালা অঙ্গে মেখেছি

চন্দনও করিয়া কালা অঙ্গে মেখেছি।

বিন্দে বলে আজকে তুমি এমন কেন রাই?

আজ তো বাঁশি বাজায়নি ঐ বেহায়া কানাই,

কালা আমার পাকের আগুন

কালা চুলার ছাই,

কালা-আমার পাকের আগুন

কালা চুলার ছাই,

অষ্টপ্রহর তাইতো বাঁশি শুনতে আমি পাই।

সকল জ্বালার বড়ো জ্বালা কালার পিরীতি

সকল জ্বালার বড়ো জ্বালা কালার পিরীতি,

চন্দনও করিয়া কালা অঙ্গে মেখেছি

চন্দনও করিয়া কালা অঙ্গে মেখেছি।

আধেক রাতে ননদিনী জাগছে পাহারাতে

জানেনা তো রাত কাটালো কালা আমার সাথে,

আধেক রাতে ননদিনী জাগছে পাহারাতে

জানেনা তো রাত কাটালো কালা আমার সাথে।

সঙ্গ ছাড়ে যদি কালা অঙ্গ ছাড়ে না

কোনো শাসন কোনো বাঁধন বাঁধতে পারে না।

কালা আমার হাতের কাঁকন

কালা গলার হার,

কালা-আমার হাতের কাঁকন

কালা গলার হার,

কালা আমার নীল যমুনায়

নিকষও আঁধার।

কালা আমার চিকন কেশে বিনোদ বেণীটি

কালা আমার চিকন কেশে বিনোদ বেণীটি,

চন্দন ও করিয়া কালা অঙ্গে মেখেছি

চন্দনও করিয়া কালা অঙ্গে মেখেছি

Aditi Chakraborty/Ritam Sen کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے