menu-iconlogo
huatong
huatong
avatar

Banshi keno gay

Aditi Chakrabortyhuatong
S̸𝖆𝖒𝖆𝖉🅢𝖙𝖆𝖗🌀༻𝙎𝘼𝘼𝙉huatong
بول
ریکارڈنگز
ও বাঁশি হায় ..

বাঁশি কেন গায়, আমারে কাঁদায়

কে গেছে হারায়ে, স্মরণের বেদনায়

কেন মনে এনে দেয়, আ আ আ..

বাঁশি কেন গায়।

পাসা নিসা পাসা নিসা

মানি ধানি মানি ধানি

মাধা পাধা সামা গামা

সারে গামা রেগা মাপা

গামা পাধা নিসা।

ও বাঁশি

কখনো আনন্দ ছিল জীবনের ছন্দে

হৃদয় মাতাল হত ফাগুনের গন্ধে,

কখনো আনন্দ ছিল জীবনের ছন্দে

হৃদয় মাতাল হতো ফাগুনের গন্ধে।

সে গেল কোথায়?

আমি বা কোথায়?

যদি না জানা, আ আ আ..

বাঁশি কেন গায়, আমারে কাঁদায়

কে গেছে হারায়ে, স্মরণের বেদনায়

কেন মনে এনে দেয়, আ আ আ..

বাঁশি কেন গায়।

গামা পা সানি ধা

মাপা ধানি তানি সা

সাগা মাপা গামা পাধা

মাপা ধানি নি নি সা

সাগা মাপা গামা পাধা

সাগা মাপা গামা পাধা

সানি ধা নিধা পা

ধাপা মা পামা গা

সারেগা রেগামা গামা পা পাধা নিসা

তমাল কদম্ব আমার গোপিনী সখিনী

যমুনা উজান গেছে আর তো দেখিনি,

তমাল কদম্ব আমার গোপিনী সখিনী

যমুনা উজান গেছে আর তো দেখিনি।

সবই যদি যায়,

ধূলিতে মিলায়,

তবু কেন হায়, আ আ আ..

বাঁশি কেন গায়, আমারে কাঁদায়

কে গেছে হারায়ে, স্মরণের বেদনায়

কেন মনে এনে দেয়, আ আ আ..

বাঁশি কেন গায়, আমারে কাঁদায়

কে গেছে হারায়ে, স্মরণের বেদনায়

কেন মনে এনে দেয়, আ আ আ..

বাঁশি কেন গায় , ও বাঁশি ….

Thanks For Singing -Samad

Aditi Chakraborty کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے