menu-iconlogo
huatong
huatong
aditi-munshi-hare-krishno-naam-dilo-kumar-mit-cover-image

Hare Krishno Naam Dilo @ Kumar_mit

Aditi Munshihuatong
Kumar_mithuatong
بول
ریکارڈنگز
uploded_by_kumar_mit

হরে কৃষ্ণ নাম দিলো প্রিয় বলরাম

রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীদাম

হরে কৃষ্ণ নাম দিলো প্রিয় বলরাম

রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীদাম

যশোদা জননী বলে জাদু বাছাধন

যশোদা জননী বলে জাদু বাছাধন

অষ্টতর শত নাম পেল নারায়ণ

হরে কৃষ্ণ নাম দিলো প্রিয় বলরাম

রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীদাম

দেবযদুগর নামে ডাকে যুধিষ্টির

দর্পহারি নাম রাখে অর্জুন সুবীর

ব্রজবাসী বলে তুমি ব্রজের জীবন

ব্রজবাসী বলে তুমি ব্রজের জীবন

অষ্টতর শত নাম পেল নারায়ণ

হরে কৃষ্ণ নাম দিলো প্রিয় বলরাম

রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীদাম

নন্দের নন্দন নাম রাখিল শ্রীনন্দ

বৃন্দাদূতী দিল নাম বৃন্দাবন চন্দ্র

দয়ানিধি নাম রাখে আতুর সুজন

দয়ানিধি নাম রাখে আতুর সুজন

অষ্টতর শত নাম পেল নারায়ণ

হরে কৃষ্ণ নাম দিলো প্রিয় বলরাম

রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীদাম

মনি মনোহর নামে বশিষ্ঠ যে ডাকে

সংসারের সার নাম বিশ্বামিত্র রাখে

ননী চোরা নাম রাখে গোপবালা গণ

ননী চোরা নাম রাখে গোপবালা গণ

অষ্টতর শত নাম পেল নারায়ণ

হরে কৃষ্ণ নাম দিলো প্রিয় বলরাম

রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীদাম

Aditi Munshi کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے