menu-iconlogo
logo

প্রতিদিন ভোর হয় সূর্য ওঠে

logo
بول
ছেলে: প্রতিদিন ভোর হয় সূর্য ওঠে

শিশিরের ছোঁয়াতে'ই ফুল ফোটে

মেয়ে: প্রতিদিন ভোর হয় সূর্য ওঠে

শিশিরের ছোঁয়াতে'ই ফুল ফোটে

ছেলে: তুমি অামি মুখোমুখি বসে দু'জন

এভাবে'ই কাটাবো সারাটা জীবন

মেয়ে : তুমি অামি মুখোমুখি বসে দু'জন

এ ভাবে'ই কাটাবো সারাটা জীবন

ছেলে: হুম... প্রতিদিন ভোর হয় সূর্য ওঠে,

মেয়ে: শিশিরের ছোঁয়াতে'ই ফুল ফোটে

ছেলে: এত দেখি তবু মন ভরেনা যেনো

জীবনের শুরুতে'ই অাসোনি কেন,

মেয়ে: এত দেখি তবু মন ভরেনা যেনো

জীবনের শুরুতে'ই অাসোনি কেন,

ছেলে: স্বর্গের চেয়ে সুন্দর এ ভুবন,

এভাবে'ই কাটাবো সারাটা জীবন

মেয়ে: স্বর্গের চেয়ে সুন্দর এ ভুবন

এভাবে'ই কাটাবো সারাটা জীবন

ছেলে: হুম... প্রতিদিন ভোর হয় সূর্য ওঠে,

মেয়ে: শিশিরের ছোঁয়াতে'ই ফুল ফোটে

মেয়ে: চোখে অাঁকি সারাক্ষণ তোমার'ই ছবি

হৃদয়ের তুলি দিয়ে রাঙানো সব'ই

ছেলে: চোখে অাঁকি সারাক্ষণ তোমার'ই ছবি

হৃদয়ের তুলি দিয়ে রাঙানো সব'ই

মেয়ে: স্বপ্নের মত লাগে সব'ই এখন

এ ভাবে'ই কাটাবো সারাটা জীবন

ছেলে: স্বপ্নের মত লাগে সব'ই এখন

এ ভাবে'ই কাটাবো সারাটা জীবন

মেয়ে: হো...প্রতিদিন ভোর হয় সূর্য ওঠে

শিশিরের ছোঁয়াতে'ই ফুল ফোটে

ছেলে: প্রতিদিন ভোর হয় সূর্য ওঠে

শিশিরের ছোঁয়াতে'ই ফুল ফোটে

মেয়ে : তুমি অামি মুখোমুখি বসে দু'জন

এ ভাবে'ই কাটাবো সারাটা জীবন

ছেলে: তুমি অামি মুখোমুখি বসে দু'জন

এ ভাবে'ই কাটাবো সারাটা জীবন

ছেলে মেয়ে: প্রতিদিন ভোর হয় সূর্য ওঠে

শিশিরের ছোঁয়াতে'ই ফুল ফোটে

প্রতিদিন ভোর হয় সূর্য ওঠে بذریعہ Andrew Kishore/Mitali Mukherjee - بول اور کور