menu-iconlogo
logo

আশা আমার ভালবাসা

logo
avatar
Andrew Kishore/Rizia Parvinlogo
≛⃝🕊❤️𝄞🅼🆈🅼🅾🅽🅰☆⃝🅩🅜🅛🌼..logo
ایپ میں گائیں
بول
ছেলেঃ আশা আমার ভালবাসা

আশা আমার ভালবাসা

আশা আমার ভালবাসা

আশা আমার ভালবাসা

তোমাকে নিয়ে,গড়েছি বুকে

প্রেমেরই ছোট্ট বাসা..

মেয়েঃ তুমি আমার ভালবাসা

তুমি আমার ভালবাসা

তুমি আমার ভালবাসা

তুমি আমার ভালবাসা

তোমাকে নিয়ে গড়েছি বুকে

প্রেমেরই ছোট্ট বাসা..

ছেলেঃ আশা আমার ভালবাসা

আশা আমার ভালবাসা

তুমি যদি নদী হও,আমি হব ঢেউ

কত ভালবাসি আমি জানেনা তো কেউ

মেয়েঃ তুমি খাঁচা হলে আমি পাখি হতে চাই

প্রিয়া প্রিয়া বলে শুধু ডেকে যেতে চাই

ছেলেঃ খুঁজেছি যারে পেয়েছি তারে

পেয়েছি সুখের দিশা..

মেয়েঃ তুমি আমার ভালবাসা

তুমি আমার ভালবাসা

ছেলেঃ আশা আমার ভালবাসা

আশা আমার ভালবাসা

মেয়েঃ এত ভালবাসি তাই মনে জাগে ভয়

এত সুখ পেয়ে যদি হারাতে হয়

ছেলেঃ আমি আছি কাছাকাছি রবো চিরকাল

হব না তো কোনোদিন চোখেরী আড়াল

মেয়েঃ যেওনা দূরে,আমাকে ছেড়ে

ভেঙ্গো না স্বপ্ন বাসা..

ছেলেঃ আশা আমার ভালবাসা

আশা আমার ভালবাসা

মেয়েঃ তুমি আমার ভালবাসা

তুমি আমার ভালবাসা

ছেলেঃ তোমাকে নিয়ে গড়েছি বুকে

প্রেমেরই ছোট্ট বাসা..

মেয়েঃ তুমি আমার ভালবাসা

তুমি আমার ভালবাসা

ছেলেঃ তুমি আমার ভালবাসা

তুমি আমার ভালবাসা

আশা আমার ভালবাসা بذریعہ Andrew Kishore/Rizia Parvin - بول اور کور