ছেলেঃ-ওরে জীবন হইলো ইটের ভাটা,
ধিকিধিকি জ্বলেরে,,
সুখ যে আছে এ জীবনে,
কোন পাগলে বলেরে..?
মেয়েঃ-ওরে জীবন হইলো ইটের ভাটা,
ধিকিধিকি জ্বলেরে,,
সুখ যে আছে এ জীবনে,
কোন পাগলে বলেরে..?
ছেলে/মেয়েঃ-সুখ যে আছে এ জীবনে,
কোন পাগলে বলেরে..?
ছেলেঃ-ওরে জীবন হইলো ইটের ভাটা,
ধিকিধিকি জ্বলেরে,,
সুখ যে আছে এ জীবনে,
কোন পাগলে বলেরে..?
মেয়েঃ-ওরে জীবন হইলো ইটের ভাটা,
ধিকিধিকি জ্বলেরে,,
সুখ যে আছে এ জীবনে,
কোন পাগলে বলেরে..?
ছেলে/মেয়েঃ-সুখ যে আছে এ জীবনে,
কোন পাগলে বলেরে..?
ছেলেঃ-ওরে সর্বজনে কয়,
ধর্মের চেয়ে কর্ম বড়,,
কর্মে ধর্ম হয়...
মেয়েঃ-ওরে সর্বজনে কয়,
ধর্মের চেয়ে কর্ম বড়,,
কর্মে ধর্ম হয়...
ছেলেঃ-যাইবা নারে বেহেশতে,
কর্মে পাকি দিলেরে..
মেয়েঃ-কোন পাগলে বলেরে..?
ছেলেঃ-ওরে জীবন হইলো ইটের ভাটা,
ধিকিধিকি জ্বলেরে,,
সুখ যে আছে এ জীবনে,
কোন পাগলে বলেরে..?
ছেলে/মেয়েঃ-সুখ যে আছে এ জীবনে,
কোন পাগলে বলেরে..?
ছেলেঃ-ওরে কাঁদিস কেনো মন?
তুই কাঁদিলে অঝোর ধারায়,,
কাঁদিবে নয়ন..
মেয়েঃ-ওরে কাঁদিস কেনো মন?
তুই কাঁদিলে অঝোর ধারায়,,
কাঁদিবে নয়ন..
ছেলেঃ-সুখ যে হইলো সোনার হরিণ,
সহজে কি মেলেরে,?
মেয়েঃ-কোন পাগলে বলেরে..?
ছেলেঃ-ওরে জীবন হইলো ইটের ভাটা,
ধিকিধিকি জ্বলেরে,,
সুখ যে আছে এ জীবনে,
কোন পাগলে বলেরে..?
মেয়েঃ-ওরে জীবন হইলো ইটের ভাটা,
ধিকিধিকি জ্বলেরে,,
সুখ যে আছে এ জীবনে,
কোন পাগলে বলেরে..?
ছেলে/মেয়েঃ-সুখ যে আছে এ জীবনে,
কোন পাগলে বলেরে..?