menu-iconlogo
logo

তুমি আমার মনের মাঝি Tumi Amar Moner Majhi

logo
بول
M তুমি আমার মনের মাঝি

আমার পরাণ পাখি

আমার বাড়ি যাইও

দিমু ভালোবাসা।

F তুমি আমায় পাগল কইরো না

যামু তোমার বাড়ি

তোমার পায়ে মরিবার বাসনা রাখি।

M তুমি আমার মনের মাঝি।

M প্রেমের যমুনাতে,

মন আমি ভাসাইয়াছি,

F প্রেমের তরী খানি,

কূলে আমি ভিড়াইয়াছি।

M প্রেমের যমুনাতে,

মন আমি ভাসাইয়াছি,

F প্রেমের তরী খানি,

কূলে আমি ভিড়াইয়াছি।

M তোমার লাইগা আমি

সইতে যে পারি শত বেদনা

F যতদিন বাঁইচা রইমু

ছাইড়া যাইও না,

ছাইড়া যাইও না।

M তুমি আমার মনের মাঝি

আমার পরাণ পাখি

আমার বাড়ি যাইও

দিমু ভালোবাসা।

F তুমি আমায় পাগল কইরো না।

M তোমারে পাইয়া আমি,

চাঁদ হাতে ধরিয়াছি,

F তোমার কথা শুইনা,

সুখে মন ভরিয়াছি।

M তোমারে পাইয়া আমি,

চাঁদ হাতে ধরিয়াছি,

F তোমার কথা শুইনা,

সুখে মন ভরিয়াছি।

M পরাণ খুইলা বলো

ভুইলা যাইবানা

ভুইলা যাইবানা;

F সাক্ষী রইলো চন্দ্র সূর্য

ছাড়মু না তোমারে

ছাইড়া যাইমু না।

M তুমি আমার মনের মাঝি,

আমার পরাণ পাখি,

আমার বাড়ি যাইও,

দিমু ভালোবাসা

F তুমি আমায় পাগল কইরো না

যামু তোমার বাড়ি

তোমার পায়ে মরিবার বাসনা রাখি।

M তুমি আমার মনের মাঝি,

আমার পরাণ পাখি,

আমার বাড়ি যাইও,

দিমু ভালোবাসা

F তুমি আমায় পাগল কইরো না।

তুমি আমার মনের মাঝি Tumi Amar Moner Majhi بذریعہ Andrew Kishore/Sabina Yasmin - بول اور کور