চলে যায়.....
প্রাণের পাখি চলে যায়
পিঞ্জর ভেঙ্গে চলে যায়
প্রেমের সমাধী ভেঙ্গে মনের শিকল ছিড়ে
পাখি যায় উড়ে যায়
তোমায় পাবোনা জানি শুধু চোখের পানি
দিয়ে গেলে আমায়
খাঁচার পাখি তবু খাঁচাই থাকে না
বনেরও পাখি বনের মায়া ছাড়ে না
পাখি যায় উড়ে যায়
প্রেমের সমাধী ভেঙ্গে মনের শিকল ছিড়ে
পাখি যায় উড়ে যায়
আমার হৃদয় ভেঙ্গে যায়
ফুল পুটে ছিলো, মনেও বাগিচায়
পানি বিনা পাফড়ি সবই ঝড়ে যায়
কোন অপরাধে আমার প্রেমের
তরি অকুলে ভাসালে
আমি ছিলাম তোমার চোখের মনি
কেন আধারে ডুবালে
তুমি যাও চোলে যাও
শুধু স্মৃতি রেখে যাও
তোমার স্মৃতি স্মরণে বেছে
রবো জীবনে আমি চোখের জলে
আমার হৃদয় ভেঙ্গে যায়
তীর ভাঙা ঢেউ আমি নীড় ভাঙা ঝর
উজান ভাটির দুনিয়াতে সবই হলো পর
চেয়ে ছিলাম আমি হৃদয়ের তোমার
সুখের প্রতিব জালাবো
সুখে যদি থাকো
আমি শত দুখে হেসে যাবো
তুমি যাও চোলে যাও
শুধু স্মৃতি রেখে যাও
প্রেমের সমাধী ভেঙ্গে মনের শিকল ছিড়ে
পাখি যায় উড়ে যায়
তোমায় পাবোনা জানি শুধু চোখের পানি
দিয়ে গেলে আমায়
খাঁচার পাখি তবু খাঁচাই থাকে না
বনেরও পাখি বনের মায়া ছাড়ে না
পাখি যায় উড়ে যায়
প্রেমের সমাধী ভেঙ্গে মনের শিকল ছিড়ে
পাখি যায় উড়ে যায়
আমার হৃদয় ভেঙ্গে যায়