menu-iconlogo
huatong
huatong
avatar

Ki Khela Khelicho Tumi - Original Motion Picture Soundtrack

Ayub Bachchu/Ahmed Imtiaz Bulbulhuatong
miskratt1986huatong
بول
ریکارڈنگز
বাজা!

কী খেলা খেলিছো তুমি

কী খেলা খেলিছো তুমি শূন্যেতে বসিয়া

দয়াল রসিয়া

মেলে না তোমার হিসাব কষিয়া

দয়াল রসিয়া

মেলে না তোমার হিসাব কষিয়া

কী খেলা খেলিছো তুমি

কী খেলা খেলিছো তুমি শূন্যেতে বসিয়া

দয়াল রসিয়া

মেলে না তোমার হিসাব কষিয়া

দয়াল রসিয়া

মেলে না তোমার হিসাব কষিয়া

কী খেলা খেলিছো তুমি

কী খেলা খেলিছো তুমি শূন্যতে বসিয়া

দয়াল রসিয়া

মেলে না তোমার হিসাব কষিয়া

দয়াল রসিয়া

মেলে না তোমার হিসাব কষিয়া

দয়াল রে

উঁচু-নিচু, ধনী-গরিব, এত কেন জাত

মানুষ বানাইয়া কেন করো পক্ষপাত

মানুষ বানাইয়া কেন করো পক্ষপাত

সবই জানো, সবই বোঝো, থাকো নির্বিকার

এ সংসারে তোমার লীলা বোঝা বড়ো ভার

এ সংসারে তোমার লীলা বোঝা বড়ো ভার

আবার সবারই অন্তরে তুমি

আবার সবারই অন্তরে তুমি আছো মিশিয়া

দয়াল রসিয়া

মেলে না তোমার হিসাব কষিয়া

দয়াল রসিয়া

মেলে না তোমার হিসাব কষিয়া

কী খেলা খেলিছো তুমি

কী খেলা খেলিছো তুমি শূন্যতে বসিয়া

দয়াল রসিয়া

মেলে না তোমার হিসাব কষিয়া

দয়াল রসিয়া

মেলে না তোমার হিসাব কষিয়া

দয়াল রে

কোন খেয়ালে দুনিয়া বানাইয়াছো, সাঁই

নিজে গড়ো, নিজে ভাঙো, বুঝিতে না পাই

নিজে গড়ো, নিজে ভাঙো, বুঝিতে না পাই

কেউবা কাঁদে কেউবা হাসে ভবের মাঝে হায়

যা কিছু হয়, হয় গো, দয়াল, তোমার ইশারায়

যা কিছু হয়, হয় গো, দয়াল, তোমার ইশারায়

আবার তোমারই মহত্বে সবাই

আবার তোমারই মহত্বে সবাই আছে পাশিয়া

দয়াল রসিয়া

মেলে না তোমার হিসাব কষিয়া

দয়াল রসিয়া

মেলে না তোমার হিসাব কষিয়া

কী খেলা খেলিছো তুমি

কী খেলা খেলিছো তুমি শূন্যতে বসিয়া

দয়াল রসিয়া

মেলে না তোমার হিসাব কষিয়া

দয়াল রসিয়া

মেলে না তোমার হিসাব কষিয়া

দয়াল রসিয়া

মেলে না তোমার হিসাব কষিয়া

দয়াল রসিয়া

মেলে না তোমার হিসাব কষিয়া

দয়াল রসিয়া

মেলে না তোমার হিসাব কষিয়া

দয়াল রসিয়া

মেলে না তোমার হিসাব কষিয়া

দয়াল রসিয়া

মেলে না তোমার হিসাব কষিয়া

দয়াল রসিয়া

মেলে না তোমার হিসাব কষিয়া

Ayub Bachchu/Ahmed Imtiaz Bulbul کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے