হাসতে দেখ গাইতে দেখ
অনেক কথায় মুখর আমায় দেখ
দেখো না কেউ হাসি শেষে নীরবতা
হাসতে দেখ গাইতে দেখ
অনেক কথায় মুখর আমায় দেখ
দেখো না কেউ হাসি শেষে নীরবতা
বোঝে না কেউ তো চিনলো না
খোঁজে না আমার কি ব্যাথা
চেনার মত কেউ চিনলো না
এই আমাকে
বোঝে না কেউ তো চিনলো না
খোঁজে না আমার কি ব্যাথা
চেনার মত কেউ চিনলো না
এই... আমাকে