শিল্পীঃ আইয়ুব বাচ্চু
ব্যান্ডঃ এলআরবি
সে তারা ভরা রাতে
আমি পারিনি বোঝাতে
তোমাকে আমার মনের ব্যাথা
তুমিতো বলেছ শুধু
তোমার সুখের কথা
তুমিতো বলেছ শুধু
তোমার সুখের কথা
সে তারা ভরা রাতে
আমি পারিনি বোঝাতে
তোমাকে আমার মনের ব্যাথা
আমি অনেক পথ ঘুরে
ক্ষয়ে ক্ষয়ে অন্ধকারে
তোমার পথের দেখা পেয়েছি....
আর হৃদয়ের মাঝে....
তোমায় কাছে আমি চেয়েছি
আজও হলোনা বলা
আমার না বলা কথা
সে তারা ভরা রাতে
আমি পারিনি বোঝাতে
তোমাকে আমার মনের ব্যাথা
আমি অনেক ব্যাথা সয়ে..
ছল ছল চোখের জ্বলে..
তোমার চলে যাওয়া দেখেছি....
আর রাতেরও আঁধারে
মনের দুঃখে আমি কেঁদেছি
আজও হলোনা... বলা
আমার না বলা কথা.....
সে তারা ভরা রাতে
আমি পারিনি বোঝাতে
তোমাকে আমার মনের ব্যাথা
তুমিতো বলেছ শুধু
তোমার সুখের কথা
তুমিতো বলেছ শুধু
তোমার সুখের কথা
সে তারা ভরা রাতে
আমি পারিনি বোঝাতে
তোমাকে আমার মনের ব্যাথা