menu-iconlogo
huatong
huatong
avatar

Eid Special Mashup

Dristy Anam/Hasan S. Iqbalhuatong
ohbaby6huatong
بول
ریکارڈنگز

তোমার নামের রোদ্দুরে

আমি ডুবেছি সমুদ্রে

জানিনা যাবো কদ্দূরে এখনো...

আমার পোড়া কপালে

আর আমার সন্ধে সকালে

তুমি কেনো এলে জানিনা এখনো...

ওরে শাম পান ওয়ালা

তুই আমারে করলি দিওয়ানা...

ওরে শাম পান ওয়ালা

তুই আমারে করলি দিওয়ানা

এলো মেঘ যে এলো ঘিরে

বৃষ্টি সুরে সুরে সোনায় রাগিনী

মনে স্বপ্ন এলোমেলো

এই কি শুরু হলো প্রেমের কাহিনি

এলো মেঘ যে এলো ঘিরে

বৃষ্টি সুরে সুরে সোনায় রাগিণী

মনে স্বপ্ন এলোমেলো

এই কি শুরু হলো প্রেমের কাহিনি

শুধু তুই শুধু তুই আর চাইছি না কিছুই

শুধু তুই শুধু তুই আর চাইছি না কিছুই

শুধু তুই শুধু তুই আর চাইছি না কিছুই

শুধু তুই শুধু তুই আর চাইছি না কিছুই

শুধু তুই শুধু তুই আর চাইছি না কিছুই

শুধু তুই শুধু তুই আর চাইছি না কিছুই

শুধু তুই শুধু তুই আর চাইছি না কিছুই

শুধু তুই শুধু তুই আর চাইছি না কিছুই

ভাল্লাগে হাটতে তোর হাত ধরে

ভাবনা তোর আসছে দিন রাত ধরে

ভাল্লাগে হাটতে তোর হাত ধরে

ভাবনা তোর আসছে দিন রাত ধরে

এলোমেলো মনটাকে

কি করে খেয়াল রাখে

কেনো আমি এতো করে তোকে চাই...

পারবোনা...আমি ছাড়তে তোকে

পারবোনা...আমি ভুলতে তোকে

পারবোনা ছেড়ে বাঁচতে তোকে

হয়ে যা না রাজি একবার....

এই মন তোমাকে দিলাম

এই প্রেম তোমাকে দিলাম

তুমি চোখের আড়াল হও

কাছে কি বা দূরে রও

মনে রেখো আমিও ছিলাম

এই মন তোমাকে দিলাম

এই প্রেম তোমাকে দিলাম

Dristy Anam/Hasan S. Iqbal کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے