menu-iconlogo
logo

Mone ki didha

logo
avatar
Fahmidalogo
__𝘼𝙉𝙄𝙆★𝗗'🆉🅾🅽🅴🇧🇩logo
ایپ میں گائیں
بول
মনে কী দ্বিধা রেখে গেলে চলে

সে দিন ভরা সাঁঝে,

যেতে যেতে দুয়ার হতে

কী ভেবে ফিরালে মুখখানি,

কী কথা ছিল যে মনে মনে

মনে কী দ্বিধা রেখে গেলে চলে।।

তুমি সে কি হেসে গেলে আঁখিকোণে

আমি বসে বসে ভাবি

নিয়ে কম্পিত হৃদয়খানি।

তুমি আছ দূর ভুবনে

মনে কী দ্বিধা রেখে গেলে চলে।।

আকাশে উড়িছে বকপাঁতি

বেদনা আমার তারি সাথী

আকাশে উড়িছে,

বারেক তোমায় শুধাবারে চাই

বিদায়কালে কী বল নাই,

সে কি রয়ে গেল গো

সিক্ত যূথীর গন্ধবেদনে, মনে।

মনে কী দ্বিধা রেখে গেলে চলে

সে দিন ভরা সাঁঝে,

যেতে যেতে দুয়ার হতে

কী ভেবে ফিরালে মুখখানি,

কী কথা ছিল যে মনে মনে

মনে কী দ্বিধা রেখে গেলে চলে।।

Mone ki didha بذریعہ Fahmida - بول اور کور