menu-iconlogo
huatong
huatong
avatar

Bangla Hits Mashup

Hasan S. Iqbal/Dristy Anamhuatong
☞𓅓CM𓅓⚔⃟🇧🇩🅱🅰🅰🇧🇩huatong
بول
ریکارڈنگز
ছেলেঃ-জানিনা জানিনা কেনো এমন হয়

তুমি আর নেই সে তুমি….

হাসো না হাসো না সে হাসি মধুময়

তুমি আর নেই সে তুমি…

মেয়েঃ-এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়

একি বন্ধনে জড়ালে গো বন্ধু

এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়

একি বন্ধনে জড়ালে গো বন্ধু

ছেলেঃ-যেন অন্যরকম এক ভালোবাসাতে

ডুবে আছি তুমি কাছে আসাতে

মন যেন এক উদাসী কবি

ছেলে/মেয়েঃ-ভালো লাগে রাত

ভালো লাগে চাঁদ

ভালো লাগেরে সবি

ভালো লাগে ফুল

কিছু কিছু ভুল

ভালো লাগেরে সবি

মেয়েঃ-আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব

হারিয়ে যাব আমি তোমার সাথে

আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব

হারিয়ে যাব আমি তোমার সাথে

ছেলেঃ-রংধনু ভাল লাগে

নীল আকাশ ভালো লাগে

ভালো লাগে মেঘে ঢাকা চাঁদ

তার চেয়েও ভালো লাগে

তারার উঠোনিতে

জেগে থাকা সেই রাত

মেয়েঃ-আমি সোনা কাঠি ছুঁই নাকি

রূপোকাঠি ছুই আমি

জানিনা কিছুই তাকিয়ে ছুই

আমি সোনা কাঠি ছুঁই নাকি

রূপোকাঠি ছুই আমি

জানিনা কিছুই তাকিয়ে ছুই

ছেলেঃ-তুমি আমার মনের মানুষ

মনেরি ভেতর

তুমি আমার মনের মানুষ

মনেরি ভেতর

ছেলে/মেয়েঃ-তুমি আমার জান বন্ধু

অন্তরের অন্তর

তুমি আমায় কইরো নাকো

কোনদিনও পর।।

Hasan S. Iqbal/Dristy Anam کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے