menu-iconlogo
huatong
huatong
joy-bhattacharjee-maa-manoshar-pujo-kori-cover-image

Maa Manoshar Pujo Kori

Joy Bhattacharjeehuatong
momwilliams1huatong
بول
ریکارڈنگز
মা মনসার পুজো করি, তুমি যে মা বিষহরি

পঞ্চমী তিথিতে মা গো তোমারই বন্দনা করি

তুমি মাতা, তুমি ত্রাতা, তুমি যে মা নাগদেবী

ফুলমালায় প্রদীপ ধূপে পূজি তোমার পটের ছবি

মা মনসার পুজো করি, তুমি যে মা বিষহরি

পঞ্চমী তিথিতে মা গো তোমারই বন্দনা করি

তোমায় কহি চ্যাংমুরি ডুবেছিল সপ্ততরী

বাসর ঘরে বিষের ছোবল, বেহুলা যে সতী নারী

স্বামীর সাথে স্বর্গধামে সতী বেহুলা নাচে

মহাদেবের আশীর্বাদে লখাইয়ের প্রাণ বাঁচে

মা মনসার পুজো করি, তুমি যে মা বিষহরি

পঞ্চমী তিথিতে মা গো তোমারই বন্দনা করি

চাঁদ সদাগর পুজো করেন মনসা বন্দনা করি

ভাসিলো যে সাগর-মাঝে সদাগরের সপ্ততরী

সেই থেকে মর্ত্যধামে এ পূণ্য তিথিতে

মনসার পুজো শুরু শহর-গ্রামেতে

মা মনসার পুজো করি, তুমি যে মা বিষহরি

পঞ্চমী তিথিতে মা গো তোমারই বন্দনা করি

মা মনসার পুজো করি, তুমি যে মা বিষহরি

পঞ্চমী তিথিতে মা গো তোমারই বন্দনা করি

Joy Bhattacharjee کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے