menu-iconlogo
huatong
huatong
avatar

এত কাছে আছো তুমি

Kazi Shuvo/PUJAhuatong
ohara9999huatong
بول
ریکارڈنگز

Don't Forget To Follow!

এতো কাছে আছো তুমি

তবু দূরে মনে হয়

আরো কাছে এসে তুমি

ছুঁয়ে দাও এ হৃদয়

এতো কাছে আছো তুমি

তবু দূরে মনে হয়

আরো কাছে এসে তুমি

ছুঁয়ে দাও এ হৃদয়

আজ এই দিনটা হোক দু'জনার

ভালোবাসাতে আরো মধুময়

ভালোবাসাতে আরো মধুময়

Don't Forget To Follow!

ছুঁয়ে ছুঁয়ে হাতটা তোমার

হয়ে যাবো হাওয়া

হো... চুপি সারে করবো পূরণ

মনের যত চাওয়া

ছুঁয়ে ছুঁয়ে হাতটা তোমার

হয়ে যাবো হাওয়া

হো... চুপি সারে করবো পূরণ

মনের যত চাওয়া

অনুভবে হারিয়ে যাওয়ার

এই তো সময় ,,এই তো সময়

এই তো সময়,,এই তো সময়।

Don't Forget To Follow!

চেয়ে চেয়ে তোমার পানে

খুঁজবো প্রেমেরী মানে

হো , ভালোবাসার অথৈই জলে

ভিজবো যে গোপনে

চেয়ে চেয়ে তোমার পানে

খুঁজবো প্রেমেরী মানে

হো , ভালোবাসার অথৈই জলে

ভিজবো যে গোপনে

অনুভবে হারিয়ে যাওয়ার

এই তো সময়,,এই তো সময়

এই তো সময়,,এই তো সময়

এতো কাছে আছো তুমি

তবু দূরে মনে হয়

আরো কাছে এসে তুমি

ছুঁয়ে দাও এ হৃদয়

এতো কাছে আছো তুমি

তবু দূরে মনে হয়

আরো কাছে এসে তুমি

ছুঁয়ে দাও এ হৃদয়

আজ এই দিনটা হোক দু'জনার

ভালোবাসাতে আরো মধুময়

ভালোবাসাতে আরো মধুময়

Kazi Shuvo/PUJA کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے