This Original ᴰ Track
Please Do Not Copy this
anywhere without my permission
Singer1 Female
Singer2 Male
আমি যে তোমার প্রেমে পড়েছি
মরেছি আমি একি করেছি
নাওনা বুঝে নাও চোখেরি ভাষা
তোমারি বুকে আমারি বাসা
আমি যে তোমার কাছে এসেছি
প্রিয় থেকে প্রিয়তম হয়েছি
এইতো আমার ছিল মনেরি আশা
পেয়েছি তোমার ভালোবাসা
শত্রূ ছিলে.. বন্ধু হলে
আগুন পানির মিলন হলো
ফাগুন এলো.. বর্ষা কালে
কোকিল যেন ডেকে গেলো
স্বপ্ন যেন.. সত্যি হলো
মেঘের ফাঁকে চাঁদ হাসিলো
গুনগুনিয়ে.. গান শুনিয়ে
ফুলের কাছে ব্রমর এলো
আমি যে তোমার প্রেমে পড়েছি
মরেছি আমি একি করেছি
নাওনা বুঝে নাও চোখেরি ভাষা
তোমারি বুকে আমারি বাসা
sorry for the vocal tag ..
please don't forget to Like
for more Populer Bengali song
পাগল করা.. মুখে হাসি
দিবানিশি যেন দেখি
যুগে যুগে.. এমনি করে
পাশাপাশি যেন থাকি
হৃদয় দিলাম.. জীবন দিলাম
আর কি আছে বলো চাওয়ার
তুমি শুধু ..আমার হলে
এইতো আমার বড়ো পাওয়া
আমি যে তোমার কাছে এসেছি
প্রিয় থেকে প্রিয়তম হয়েছি
এইতো আমার ছিল মনেরি আশা
পেয়েছি তোমার ভালোবাসা
আমি যে তোমার প্রেমে পড়েছি
মরেছি আমি একি করেছি
নাওনা বুঝে নাও চোখেরি ভাষা
তোমারি বুকে আমারি বাসা
Thanks
See You Again