প্রতিদিন ভোর হয় সূর্য উঠে
শিশিরের ছোয়াতেই ফুল ফোটে
প্রতিদিন ভোর হয় সূর্য উঠে
শিশিরের ছোয়াতেই ফুল ফোটে।
তুমি আমি মুখোমুখি বসে দুজন
এভাবে কাটাবো সারাটি জীবন।
তুমি আমি মুখোমুখি বসে দুজন
এভাবে কাটাবো সারাটি জীবন।
প্রতিদিন ভোর হয় সূর্য উঠে
শিশিরের ছোয়াতেই ফুল ফোটে।
এত দেখি তবু মন ভরে না যেনো
জীবনের শুরুতে আসনি কেন।
এত দেখি তবু মন ভরে না যেনো
জীবনের শুরুতে আসনি কেন।
স্বর্গের চেয়ে সুন্দর এ ভূবন
এভাবে কাটাবো সারাটি জীবন।
স্বর্গের চেয়ে সুন্দর এ ভূবন
এভাবে কাটাবো সারাটি জীবন।
প্রতিদিন ভোর হয় সূর্য উঠে
শিশিরের ছোয়াতেই ফুল ফোটে।
চোখে আকি সারাক্ষণ তোমারই ছবি
হৃদয়ের তুলি দিয়ে রাঙানো সবি।
চোখে আকি সারাক্ষণ তোমারই ছবি
হৃদয়ের তুলি দিয়ে রাঙানো সবি।
স্বপ্নের মতো লাগে সবই এখন
এভাবে কাটাবো সারাটি জীবন।
স্বপ্নের মতো লাগে সবই এখন
এভাবে কাটাবো সারাটি জীবন।
প্রতিদিন ভোর হয় সূর্য উঠে
শিশিরের ছোয়াতেই ফুল ফোটে।
প্রতিদিন ভোর হয় সূর্য উঠে
শিশিরের ছোয়াতেই ফুল ফোটে।
তুমি আমি মুখোমুখি বসে দুজন
এভাবে কাটাবো সারাটি জীবন।
তুমি আমি মুখোমুখি বসে দুজন
এভাবে কাটাবো সারাটি জীবন।
প্রতিদিন ভোর হয় সূর্য উঠে
শিশিরের ছোয়াতে ফুল ফোটে।