menu-iconlogo
logo

এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই

logo
بول
এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই।

মিতালী মুখার্জী

এই দুনিয়া এখন তো আর ,সেই দুনিয়া নাই ,

মানুষ নামের মানুষ আছে,দুনিয়া বোঝাই ,..

এই দুনিয়া এখন তো আর,সেই দুনিয়া নাই ,

মানুষ নামের মানুষ আছে,দুনিয়া বোঝাই ,

এই মানুষের ভীড়ে আমার,সেই মানুষ নাই ,

এই মানুষের ভীড়ে আমার,সেই মানুষ নাই।

এই মাটির দেহ খাইলো ঘুনে,

দেখলো না তো কেউ ,

সারা জীবন দুই নয়নে,রইলো জলের ঢেউ,

এই মাটির দেহ খাইলো ঘুনে,

দেখলো না তো কেউ ,

সারা জীবন দুই নয়নে,রইলো জলের ঢেউ,

আমার,দুঃখের কথা কইতে গেলে,

এই দুনিয়ার সবাই বলে,শোনার সময় নাই ,

এই মানুষের ভীড়ে আমার,সেই মানুষ নাই ,

এই মানুষের ভীড়ে আমার,সেই মানুষ নাই।

হায় এখন বুঝি দারুণ সময়,

বদলে গেছে দিন ,কেউ আমারে চায় না দিতে,

একটু সময় ঋণ ,

হায় এখন বুঝি দারুণ সময়,

বদলে গেছে দিন ,কেউ আমারে চায় না দিতে,

একটু সময় ঋণ,

আমার,মনের বাগান রইলো খালি,

সে বাগানের সুজন মালি,বলো কোথায় পাই ,

এই মানুষের ভীড়ে আমার,সেই মানুষ নাই ,

এই মানুষের ভীড়ে আমার,সেই মানুষ নাই,.

এই দুনিয়া এখন তো আর,সেই দুনিয়া নাই ,

মানুষ নামের মানুষ আছে,দুনিয়া বোঝাই ,

এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই بذریعہ Mitali Mukherjee - بول اور کور