menu-iconlogo
huatong
huatong
avatar

chikon chakon manjha dole ganer tale tale

Rajuhuatong
༇Unknown༇AB🇧🇩huatong
بول
ریکارڈنگز
starmaker family; amra bangali

family id no;717747

চিকন চাকন মান্জা দোলে

গানের তালে তালে

হায় হায় গানের তালে তালে

হাসি দিলে,ঠোল পড়ে

তোমার দু’টি গালে

চুপি চুপি ডাকো তুমি

কাছে আসো না

আসলে তুমি আমায়

ভালোবাসনা।

তুমি জ্বালাইয়া গেলা মনের আগুন

নিভাইয়া গেলা না।

তুমি জ্বালাইয়া গেলা মনের আগুন

নিভাইয়া গেলা না।

চাইনা আমি টাকা পয়সা

চাইনা বাড়ি গাড়ি

তোমায় আমি বউ বানাইয়া

নিয়ে যাবো বাড়ি।

music

চাইনা আমি টাকা পয়সা

চাইনা বাড়ি গাড়ি

তোমায় আমি বউ বানাইয়া

নিয়ে যাবো বাড়ি।

দেখতে তুমি এতো সুন্দর

তাজা গোলাপ ফুল

কোন কাজে মন বসেনা

সব হয়ে যায় ভুল।

তুমি জ্বালাইয়া গেলা মনের আগুন

নিভাইয়া গেলা না।

তুমি জ্বালাইয়া গেলা মনের আগুন

নিভাইয়া গেলা না।

whit music

কোমরেতে রুপার বিছা

কানে সোনার দুল

কোন ছেলে হবে না পাগল

দেখলে এমন ফুল

হেই কোমরেতে রুপার বিছা

কানে সোনার দুল

কোন ছেলে পাগল হবে না

দেখলে এমন ফুল

রাঙ্গা টোঁঠের মিষ্টি হাসি

এতোই ভালো লাগে

কে না বলো পাগল হবে

বন্ধু তোমায় দেখলে

তুমি জ্বালাইয়া গেলা মনের আগুন

নিভাইয়া গেলা না।

তুমি জ্বালাইয়া গেলা মনের আগুন

নিভাইয়া গেলা না।

চিকন চাকন মান্জা দোলে

গানের তালে তালে

হায় হায় গানের তালে তালে

হাসি দিলে,ঠোল পড়ে

তোমার দু’টি গালে

চুপি চুপি ডাকো তুমি

কাছে আসো না

আসলে তুমি আমায়

ভালোবাসনা।

তুমি জ্বালাইয়া গেলা মনের আগুন

নিভাইয়া গেলা না।

তুমি জ্বালাইয়া গেলা মনের আগুন

নিভাইয়া গেলা না।

THANK YOU SO MUCH

Raju کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے

chikon chakon manjha dole ganer tale tale بذریعہ Raju - بول اور کور