?মেয়েঃ তুমি যে কখন এসে মন চুরি করেছ,
বুঝিনি কখন তুমি এত ভালবেসেছ
তুমি যে কখন এসে মন চুরি করেছ,
বুঝিনি কখন তুমি এত ভালবেসেছ
তুমি যে তোমার প্রেমে..ও ও
তুমি যে তোমার প্রেমে জাদু করেছ
পাগলও করেছ
?ছেলেঃ তুমি যে কখন এসে মন চুরি করেছ,
বুঝিনি কখন তুমি এত ভালবেসেছ
তুমি যে তোমার প্রেমে..ও ও
তুমি যে তোমার প্রেমে জাদু করেছ
পাগলও করেছ
? Upload By Mozibur?
?বাংলা সঙ্গীত একাডেমি?
কেনো তুমি দুটি চোখে,
গুম কেরে নিয়েছ,
গুম কেরে নিয়েছ,
গুম কেরে নিয়েছ,
================
কেনো তুমি এই বুকে
এত সুখ দিয়েছ
এত সুখ দিয়েছ
এত সুখ দিয়েছ
আমার-ই-দুটি চোখে..ও ও
আমার-ই-দুটি চোখে
প্রেম একে দিয়েছ
ভালোবাসা দিয়েছ
?মেয়েঃ তুমি যে কখন এসে মন চুরি করেছ,
বুঝিনি কখন তুমি এত ভালবেসেছ
?বাংলা সঙ্গীত একাডেমি?
পৃথিবীতে তুমি আমি যত দিন বাঁচি
যত দিন বাঁচি,যত দিন বাঁচি
কথা দাও ততদিন রবে কাচা কাছি
রবে কাচা কাছি,রবে কাচা কাছি
বলোনা আমায় তুমি..ও ও
বলোনা আমায় তুমি,বুকেতে রেখেছ
প্রেমেতে বেঁধেছ
?ছেলেঃ তুমি যে কখন এসে মন চুরি করেছ,
বুঝিনি কখন তুমি এত ভালবেসেছ
?মেয়েঃ তুমি যে তোমার প্রেমে..ও ও
তুমি যে তোমার প্রেমে জাদু করেছ
পাগলও করেছ
??ছেলেllমেয়েঃ তুমি যে কখন এসে মন চুরি করেছ,
বুঝিনি কখন তুমি এত ভালবেসেছ