menu-iconlogo
logo

আমি ধন্য হয়েছি ওগো ধন্য

logo
بول
আমি ধন্য হয়েছি ওগো ধন্য

আমি ধন্য হয়েছি ওগো ধন্য

তোমারি প্রেমেরই জন্য

আমি ধন্য হয়েছি ওগো ধন্য

তোমারি প্রেমেরই জন্য

তোমারি চরণে ওগো দিও মোরে ঠাঁই

যদি ও আমি যে নগন্য

আমি ধন্য হয়েছি ওগো ধন্য

তোমারি প্রেমেরই জন্য

তোমারি পরশে জানি ওগো সোনা বৌ

জীবন হলো যে অনন্য

আমি ধন্য হয়েছি ওগো ধন্য

তোমারি প্রেমেরই জন্য

এই জীবনে সকল আশা পূর্ণ করেছো তুমি

ভালোবাসায় শ্যামল করে মনের মরুভুমি

সুখের স্বপনে দুঃখেরএ জীবন

আজকে হলো যে অনন্য

আমি ধন্য হয়েছি ওগো ধন্য

তোমারি প্রেমেরই জন্য

কপাল জুড়ে এঁকে দিলে সুখের জয়ো টিকা

কপাল জুড়ে এঁকে দিলে সুখের জয়ো টিকা

আঁধার ঘরে জেলে দিলে আলোর প্রদীপ শিখা

হাতের রেখা মোর বদলে দিয়ে যে

ভাগ্য করেছো প্রসন্ন...

আমি ধন্য হয়েছি ওগো ধন্য

তোমারি প্রেমেরই জন্য

অনুরাগের অন্ধ হৃদয়ে আলো জেলেছো তুমি

দুঃস্ময়ের দারুন রোদে ছায়া ফেলেছো তুমি

আঁচল দিয়ে বেঁধে রেখো এ সংসারের চাবি

তোমার মনে রেখো আমার ভালোবাসার দাবি

অশাঢ় শ্রাবন নয় প্রেমের প্লাবনে

দুটি হৃদয় হলো পূর্ণ

আমি ধন্য হয়েছি ওগো ধন্য

তোমারি প্রেমেরই জন্য

তোমারি চরণে ওগো দিও মোরে ঠাঁই

যদি ও আমি যে নগন্য

আমি ধন্য হয়েছি ওগো ধন্য

তোমারি প্রেমেরই জন্য

আমি ধন্য হয়েছি ওগো ধন্য بذریعہ Sabina Yasmin - بول اور کور