গানঃ বন্ধু তুমি আমার
শিল্পীঃ খালিদ হাসান মিলু ও শাকিলা জাফর
সিনেমাঃ বিক্ষোভ
===============
মেয়েঃ বন্ধু তুমি আমার
সংগী তুমি আমার
চিরোদিন তোমায় আমি--
ভালবেসে যাবো--
ছেলেঃ বন্ধু তুমি আমার
সংগী তুমি আমার
চিরোদিন তোমায় আমি--
ভালবেসে যাবো--
<><><><><><><><>
ZML Interactive
===============
মেয়েঃ হাজার বছর তোমার আশায় পথ চেয়েছিলাম
ছেলেঃ তোমায় আমি প্রানের চেয়েও আপন করে নিলাম
মেয়েঃ হাজার বছর তোমার আশায় পথ চেয়েছিলাম
ছেলেঃ তোমায় আমি প্রানের চেয়েও আপন করে নিলাম
মেয়েঃ জীবন তুমি আমার
মরন তুমি আমার
ভাবিনি তোমায় আমি
এতো কাছে পাবো
ছেলেঃ বন্ধু তুমি আমার
সংগী তুমি আমার
চিরোদিন তোমায় আমি--
ভালবেসে যাবো--
<><><><><><><><>
ZML Interactive
===============
মেয়েঃ তোমার বুকে মাথা রেখে মরন যেন আসে
ছেলেঃ ইহ-কালে পর-কালে রব তোমার পাশে
মেয়েঃ তোমার বুকে মাথা রেখে মরন যেন আসে
ছেলেঃ ইহ-কালে পর-কালে রব তোমার পাশে
মেয়েঃ তুমি আমার আশা
আমার ভালোবাসা
ভালোবাসার এ গান
চিরোদিনই গাবো
ছেলেঃ বন্ধু তুমি আমার
সংগী তুমি আমার
চিরোদিন তোমায় আমি--
ভালবেসে যাবো--
মেয়েঃ বন্ধু তুমি আমার
সংগী তুমি আমার
চিরোদিন তোমায় আমি
ভালবেসে যাবো
====ধন্যবাদ====