menu-iconlogo
huatong
huatong
avatar

ও ললনা ও ললনা

Shiekh Sadihuatong
stuwwal6huatong
بول
ریکارڈنگز
ও ললনা ও ললনা ও ললনা ও ললনা,

তুমি আমার মনটা বুঝোনা।

ও ললনা তোমার সাথে আমার বনেনা।

ও ললনা নাটক বুঝো আবেগ বুঝোনা।

আমার বুকের পিঞ্জিরাতে ছিলো তোমার বসবাস,

তুমি মনে জায়গা দিলানা।

তোমার কাছে ছিলাম আমি

ফ্ল্যাক্সিলোড আর টাইম পাস,

পকেট খালি পাইনা তোর শুবাস।

ও ললনা তোমার সাথে আমার বনেনা।

ও ললনা দেহ দিলা মনটা দিলানা।

টেডিবিয়ার বারবিডল আইসক্রিম আর চিকেন বল,

তুমি আমার কমতো খাইলানা।

টেডিবিয়ার বারবিডল আইসক্রিম আর চিকেন বল,

তুমি আমার কমতো খাইলানা।

নিজের বেলায় ১৬ আনা আমার বেলায় ৪ আনা

ভালোবাসা জমা রইলোনা।

ও ললনা তোমার সাথে আমার বনেনা।

ও ললনা দেহ দিলা মনটা দিলানা।

বাপের আমি ছোট পোলা

তোমার লাইগা পকেট খোলা,

বাপের ক্যাশে হিসাব মেলে না।

ও ললনা তোমার লাগি কর্য মেটে না।

ও ললনা তোমার লাগি কর্য মেটে না।

প্রেমসাগরে ডুবায়া দিলা

ঠাইতো মোরে দিলা না,

কন্যা তোমার জবাব হয় না।

ও ললনা তোমার সাথে আমার বনেনা না।

ও ললনা নাটক বুঝো আবেগ বুঝো না।

আমার বুকের পিঞ্জিরাতে ছিল তোমার বসবাস

সেথায় এখন গরু খায় ঘাস।

প্রেমের নামে ছিনিমিনি ভালোবাসা ভণ্ডামি,

এইনীতি মোর জানা ছিলোনা।

ও ললনা তুমি আমার কদর করলা না।

ও ললনা ভালোবাসার মুল্য দিলানা।

ও ললনা নাটক বুঝ আবেগ বুঝনা।

ও ললনা নাটক বুঝ আবেগ বুঝনা।

Shiekh Sadi کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے